নিউজ ডেস্ক: আজ গভীর রাতে ফের একবার বড়
পরীক্ষায় বসতে চলেছে ইসরোর সৌরযান আদিত্য এল১। এর আগে ৪ বার পরীক্ষায় সফল হয়েছে
আদিত্য। তাই আজও অনায়াসে পরীক্ষায় সে পাশ করবে বলেই আশা করা হচ্ছে ইসরোর তরফে। তবে
আজকের পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এরপরই পৃথিবীর মায়া কাটিয়ে নিজের গন্তব্যের
দিকে ছুটতে শুরু করবে আদিত্য।
ধাপে ধাপে পৃথিবীর থেকে আরও দূরে চলে
যাচ্ছে এই সৌরযান। এর আগে গত শনিবার রাতে পৃথিবীর কক্ষপথে নিজের তৃতীয় পরীক্ষায়
বসেছিল ইসরোর সৌরযান আদিত্য এল১। তার আগে
গত ৫ সেপ্টেম্বর, দ্বিতীয়বার কক্ষপথ
পরিবর্তন করেছিল ইসরোর সৌরযান আদিত্য। তারও আগে আগে গত ৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ প্রথমবার কক্ষপথ পরিবর্তন
করে আদিত্য এল১। গত ৯ সেপ্টেম্বর গভীর রাত প্রায় আড়াইটে নাগাদ তৃতীয় দফায় নিজের
কক্ষপথ বদল করে আদিত্য এল১। এরপর গত বৃহস্পতি গভীর রাত ২টো ১৫ মিনিটে চতুর্থবারের
জন্য কক্ষপথ বদল করে সে।
বেঙ্গালুরুর ইসট্র্যাক, মরিশাস ও আন্দামানে নিজেদের গ্রাউন্ড স্টেশন থেকে কক্ষপথ
বদলের বিষয়টির ওপর নজর রাখবে ইসরো। প্রসঙ্গত, সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছতে এই আদিত্যকে
মহাকাশে পাঠানো হয়েছে বলে জনিয়েছে ইসরো। পৃথিবী থেকে এই স্থান ১.৫ মিলিয়ন
কিলোমিটার দূরে। এখান থেকে সূর্যের নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। এই ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছলে গ্রহণ-বিহীনভাবে সূর্যের
ওপর নজরদারি চালাতে পারবে আদিত্য। গন্তব্যে পৌঁছতে আদিত্য এল১-এর লাগবে আরও প্রায় ১০৯ দিন। মহাকাশ
থেকে সূর্য সম্পর্ক নানা তথ্য ইসরোর বিজ্ঞানীদের পাঠাবে এই আদিত্য এল১। ইসরোর তথ্য
অনুযায়ী, ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছে সূর্যের
উচ্চ বায়ুমণ্ডলীয় গতিবিদ্যা নিয়ে গবেষণা করবে আদিত্য।