নিউজ ডেস্ক: স্ট্রেট সেটে জিতে
ডেভিস কাপ থেকে বিদায় নিলেন রোহন বোপান্না। ভারতও দ্বিতীয় বিশ্বগ্রুপ টাইয়ে
মরক্কোকে ৪-১ হারিয়ে উঠল প্রথম বিশ্বগ্রুপের প্লে-অফে। ৪৩ বছর বয়সেই খেলা থেকে
অবসর নিতে চলেছেন রোহন বোপান্না। ইউএস ওপেনের পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন
রোহন, তারপর সেখানে ব্যর্থ হলেও ফের ডেভিস কাপের ফাইনালে মাঠে নামেন তিনি। সেই লড়াইয়ে তিনি নিজের ম্যাচ তো জিতলেনই, পাশাপাশি মরক্কোর বিরুদ্ধে টাইতেও ভারত জয় পেল ৪-১ ফলে।
ফলে সব মিলিয়ে দুর্দান্ত ভাবেই দীর্ঘ দুই দশকের তাঁর ডেভিস কাপ ক্যারিয়ারে ইতি
টানলেন রোহন বোপান্না।
লখনউতে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ
-টু-এর টাইতে ভারত মুখোমুখি হয়েছিল মরক্কোর। প্রথম দিনের খেলা শেষে টাই ১-১ অবস্থায়
ড্র ছিল। ভারতের হয়ে শশিকুমার মুকুন্দ প্রথম ম্যাচে নামলেও, তিনি চোটের কারণে ম্যাচ শেষ হয়ে যাওয়ার আগেই কোর্ট ছাড়তে
বাধ্য হন। ফলে ১-০ ফলে পিছিয়ে যায় ভারত। দিনের শেষ ম্যাচ সহজে জিতে ভারতের হয়ে
১-১ করেন সুমিত নাগাল। ডেভিস কাপ টাইয়ের দ্বিতীয় দিন লখনউয়ের প্রচন্ড গরমে
ভারতের হয়ে ডাবলস টাইয়ে খেলতে নামেন রোহন বোপান্না। তাঁর সঙ্গী ছিলেন ইউকি
ভামব্রি। এদিন তাঁর ডেভিস কাপ ক্যারিয়ার শেষ করলেন রোহন বোপান্না।
মরক্কোর বিরুদ্ধে জিতে ডেভিস কাপের
ওয়ার্ল্ড গ্রুপ ওয়ান প্লে-অফে জায়গা করে নিল ভারত। অন্যদিকে অভিষেককারী দিগবিজয়
প্রতাপ সিংও তাঁর ম্যাচ জেতেন। ফলে ৪-১ টাই জেতে ভারত। টাইয়ের পর আবগঘন মুহূর্ত ছিল ভারতীয় দলের জন্য। ডেভিস
কাপের বর্ণময় ক্যারিয়ারে ৩৩টি টাইয়ে ৫০টি ম্যাচ খেলেছেন বোপান্না। জিতেছেন ২৩টি
ম্যাচ।যার মধ্যে ১৩টি ডাবলস ম্যাচে জয় রয়েছে তাঁর। ডেভিস কাপ তাঁর শেষ ম্যাচে
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তাঁর নিকট আত্মীয়-স্বজন এবং বন্ধুরা। গ্যালারি জুড়ে
ছিল বোপান্নার ছবি, পোস্টার। পাশাপাশি
সোনায় সোহাগা হয় ভারতের এই টাই জয়। পাশাপাশি বোনাস ছিল তাঁর ডাবলস ম্যাচে জয়।
সব মিলিয়ে যাকে বলে একেবারে গ্র্যান্ড স্টাইলে তাঁর ডেভিস কাপ ক্যারিয়ার শেষ
করলেন বোপান্না।