নিউজ ডেস্ক: শুধুমাত্র একজন খেলোয়াড়ের জন্য যে একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ স্মরণীয় হয়ে যেতে পারে তা প্রমাণ করে দিলেন ভারতীয় পেসার সিরাজ। গতকালের এশিয়া কাপ ২০২৩ ফাইনালে একাই ৬ উইকেট নিয়ে ৫০ রানে শেষ করে দিলেন শ্রীলঙ্কার ইনিংস। আর মাত্র ৬ ওভারের মধ্যে ১০ উইকেট হাতে নিয়ে ম্যাচ তথা এশিয়া কাপ পকেটে পুরে নিল ভারতীয় দল। এই নিয়ে অষ্টমবার এশিয়া কাপ জিতে সর্বোচ্চ এশিয়া কাপ জয়ের রেকর্ড নিজেদের দখলেই রাখল মেন ইন ব্লু।
এবারের এশিয়া কাপের ফাইনালে শুধু ভারত নয়, রেকর্ড করল লঙ্কাও। দ্বিতীয় সর্বনিম্ন স্কোর হিসেবে এটি পরিগণিত হলো সনাকাদের জন্য। অন্যদিকে লঙ্কা বাহিনীকে হারিয়ে ২৩ বছর আগের প্রতিশোধও নিল ভারত। ২০০০ সালে এই শ্রীলঙ্কার বিরুদ্ধেই সর্বনিম্ন স্কোর করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত। শ্রীলঙ্কার ৩০০ রানের জবাবে মাত্র ৫৪ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। সেটিই ছিল একদিনের ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর। এদিন শ্রীলঙ্কাকে সেই স্কোরের চেয়েও ৪ রান কমে অল আউট করে দিয়ে রোহিতের ছেলেরা নিয়ে নিল পুরনো বদলাটি। উল্লেখ্য, ফাইনাল ম্যাচের সেরা হয়েছেন সিরাজ, অন্যদিকে টুর্নামেন্ট সেরা কুলদীপ যাদব। ফাইনালের বেস্ট ক্যাচার হয়েছেন রবীন্দ্র জাদেজা। এদিকে এশিয়া কাপে অংশ নেওয়া ৬ দলের মধ্যে প্রথম ৫ টি দলকে আর্থিক পুরস্কার দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় মুদ্রার ১ কোটি ৬৬ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে কাপ জয়ী ভারত। রানার্স আপ হয়ে শ্রীলঙ্কা পেয়েছে ৬২ লক্ষ টাকা। অন্যদিকে, সুপার ৪-এ ওঠা ২ দল পেয়েছে ৫১ লক্ষ টাকা করে। আর পঞ্চম দল পেয়েছে ১০ লক্ষ টাকা।