নিউজ ডেস্ক: “বেহালায় থাকে, শালবনিতে গিয়ে বিনিয়োগ করবে। স্পেনে গিয়ে ঘোষণা করছে”। নাম না করে সৌরভ
গাঙ্গুলীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত
রাজ্যে স্টিল প্লান্টে বিনিয়োগ করবেন বলে ঘোষণা করেছেন সৌরভ। ওই সংস্থার আরও দুটি প্লাট রয়েছে বলে ব অবশ্য তার সহযোগীর সংস্থা
বলে পরে সামলে নিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেও থামেনি বিতর্ক।
পাশাপাশি রাজ্য সরকারকেও
কটাক্ষ করে বলেন, “তার
কাটা উন্মাদের রাজত্ব চলছে”। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩ তম জন্মদিনে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো
দেন শুভেন্দু অধিকারী এবং রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন তিনি। পরে
সংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে চিনেছিল বলে আগেই পরিত্যাগ করে।
নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষকে বলব নন্দীগ্রামের দেখানো পথে হাঁটতে
হবে”। লিপ্স এন্ড বাউন্ডস নিয়ে শুভেন্দু বলেন, “গৌতম দেব আর আমি যে অভিযোগ করেছি আদালতে তদন্তকারী
সংস্থা তথ্যপ্রমাণ জমা দিলে তা সত্য প্রমাণ হবে”।