নিউজ ডেস্ক: ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন কিন্তু ইএমআই শোধ করতে ভুলে যাচ্ছেন কি? তাহলে ব্যাঙ্কের তরফ থেকে কর্মীরা এবার আপনার বাড়িতে
চকোলেট নিয়ে হাজির হবেন। খুচরো ঋণ আদায় করার ক্ষেত্রে এমনই অভিনব পদক্ষেপ নিতে
চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সূত্রের খবর, বাড়িতে হাজির হয়ে এভাবেই ঋণগ্রহীতাদের ঋণের কথা মনে করিয়ে দিচ্ছেন কর্মীরা।
স্টেট ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে যে সাধারণভাবে যাঁরা ঋণ গ্রহণ করে শোধ
করতে চান না, তাঁরা কোনওভাবেই ফোন ধরেন না। তাই না
বলে তাদের বাড়িতে হাজির হওয়াটাই ঠিক হবে বলে মনে করছে ব্যাঙ্ক। সম্প্রতি যে তথ্য উঠে এসেছে দেখা যাচ্ছে, অনাদায়ী ঋণের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। স্টেট ব্যাঙ্ক সূত্রে
জানা গিয়েছে, এই প্রচার এখন অবশ্য পাইলট প্রজেক্ট
হিসেবেই রয়ে গেছে। ১০ থেকে ১২ দিন আগেই এটি শুরু করা হয়েছে এবং প্রাথমিকভাবে বেশ
ভালো সাড়াও মিলেছে। এই পাইলট প্রজেক্ট আশাব্যঞ্জক হলে ব্যাঙ্ক পরবর্তীকালে তা বড়
আকারেও গ্রহণ করবে বলে জানিয়েছে স্টেট ব্যাঙ্ক।
এবিষয়ে স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং
ডিরেক্টর অশ্বিনী কুমার তিওয়ারি জানিয়েছেন ঋণ গ্রাহকদের ঋণের কথা মনে করাতেই এমন
অভিনব পন্থা নেওয়া হয়েছে। দুটি অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এ বিষয়ে দেখাশোনা
করবে বলেও জানিয়েছেন অশ্বিনীকুমার তেওয়ারি। তাঁরাই গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে
চকোলেট নিয়ে গিয়ে তাঁদের ঋণের কথা মনে করাচ্ছেন। যদিও এই সংস্থা দুটির নাম
প্রকাশ্যে আনতে চাননি অশ্বিনীকুমার তিওয়ারি।