নিউজ ডেস্ক: ফের বলিউডে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ! এবার অভিযোগের তীর বলি ডিভা জারিন খানের বিরুদ্ধে। যার জেরে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে তাঁর নামে। কলকাতার শিয়ালদহ আদালত এই পরোয়ানা জারি করেছে।
‘বীর’ খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও দেখা মেলেনি তাঁর। ২০১৮ সালে কলকাতার কয়েকটি পুজোর প্যান্ডেলের উদ্বোধন করার কথা ছিল তাঁর। সেই সূত্রেই একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জারিন খান ও তাঁর ম্যানেজারকে ১২ লক্ষ টাকা অগ্রিমও দেন। কিন্তু টাকা নিয়েও রাজ্যে আসেননি তিনি। উপরন্তু সেই টাকা ফেরতও দেননি।
২০১৮ সালেই ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটি থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে নারকেল ডাঙা থানা। গত বছর জুন মাসে জারিনের ম্যানেজার অঞ্জলি গৌতম অথাকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। প্রতি মাসে কলকাতায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অভিযোগ ওঠে আদপে তদন্তে সহযোগিতা করছেন না তিনি। এবার চার বছর পর ওই মামলার শুনানিতে মূল অভিযুক্ত জারিন খানকে গ্রেফতারের নির্দেশ দিল আদালত।
২০১০ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন জারিন। জুটি বেঁধেছিলেন সলমন খানের সঙ্গে। তারপরে ‘হাউস ফুল ২’, ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতেও কাজ করেছিলেন তিনি। যদিও তেমন ভাবে বলিউডে জায়গা গড়তে পারেননি জারিন। তাঁর শেষ ছবি ‘হম ভি আকেলে তুম ভি আকেলে’ দু’বছর আগে মুক্তি পেয়েছিল। তারপর আর কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে।