নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই ফের
বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণবঙ্গে। বিশ্বকর্মা পুজোর আনন্দেও যেমন বৃষ্টির পূর্বাভাস
ছিল, তেমনই গণেশ পূজোতেও বজ্রবিদ্যুৎ সহ
বৃষ্টি আনন্দ মাটি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং
সতর্কতাও জারি করা হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া প্রভৃতি
জায়গায় বেশ কয়েক দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশেপাশের
জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আগামী ২দিন বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে
পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিতে ভিজতে পারে সল্টলেক, কলকাতা থেকে শুরু করে ডায়মন্ড হারবার, ক্যানিং, বর্ধমান প্রভৃতি জায়গাগুলি। এর
পাশাপাশি দেশের ২৪ রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন।
সোমবারের মতোই মঙ্গলেও কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২০
সেপ্টেম্বর পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
উত্তরাখণ্ডে মাঝারি থেকে
হালকা বৃষ্টিপাত হতে পারে। জানা যাচ্ছে, দিল্লি-এনসিআরে বৃষ্টিপাতের পরবর্তী স্পেল আগামী ২৩
সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে।