নিউজ ডেস্ক: পশ্চিম
মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের বলিহারপুরে সোমবার সকাল থেকে শুরু হল ধর্মরাজের
মেলা, চারদিন ধরে চলবে এই মেলা। মেলাটি ৩০০ বছরের বেশি
প্রাচীন।
দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন, এই মেলাকে পশ্চিম মেদিনীপুরের
বৃহত্তম কৃষি মেলাও বলা যেতে পারে। প্রত্যেক বছরের মত এই বছরও ওই মেলার প্রথম দিন
সোমবার লক্ষাধিক মানুষের সমাগম হয়। চারদিনের হিসেবে ধরলে কয়েক লক্ষ মানুষের
সমাগম ছড়িয়ে যাবে। দাসপুর গঞ্জ থেকে সাগরপুর দাসপুর সড়কের দুদিকে মেলাটি বসে।
মেলাটিতে মূলত কৃষিকাজ ও মাছ ধরার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বেশি বিক্রি হয়। সেই
সঙ্গে প্রচুর চারা গাছ বিক্রির দোকান বসে। খাবারের দোকান, স্টেশনারী
দোকানের স্টল থাকে। বহু দূর থেকে আসা ক্রেতা বিক্রেতারা ওই মেলায় আসেন। খাতায়
কলমে ধর্মরাজের মেলা হলেও মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতারা এই মেলাটিকে
গেঁড়ি-বুড়ির মেলা হিসেবেই জানেন।
Tags: NULL