নিউজ ডেস্ক: ফের বলিউডে বেজেছে বিয়ের সানাই! আর কদিন পরেই চারহাত এক হতে চলেছে রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার। সামনের রবিবার ২৪ সেপ্টেম্বর উদয়পুরের দুটি রাজকীয় হোটেলে পরিণীতি চোপড়া-রাঘব চড্ডার বিয়ের আসর বসতে চলেছে। যদিও দিল্লিতেই হবু দম্পতির বিয়ের অনুষ্ঠান শুরু ববে। তারপর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধাবেন হবু দম্পতি। উদয়পুরের হোটেলে বিয়ের প্রস্তুতিপর্ব তুঙ্গে।
একদিকে বলি ডিভা, অন্যদিকে দেশের অন্যতম রাজনীতিবিদ, দুই ভিন্ন পেশার বর-কনের বিয়েতে দেশ বিদেশ থেকে অতিথিরা আসবেন। তবে জানা গিয়েছে যে আসতে পারবেন না পরিণীতির প্রিয় মিমি দিদির স্বামী। পরিণীতির জামাইবাবু নিক জোনাস। শ্যালিকার সঙ্গে সম্পর্ক ভীষণ ভাল হলেও বিয়েতে ভারত আসতে পারবেন না তিনি। নিকের ভাই জো জোনাসের বিবাহবিচ্ছেদের খবর এখন বিনোদন দুনিয়ার হটকেক। তার জন্যই কী বিয়ের অনুষ্ঠান থেকে দূরে রাখছেন নিজেকে?
১৩ মে দিল্লির কপুরথলা হাউসে বাগ্দান সারেন রাঘব-পরিণীতি। সেখানে প্রিয়ঙ্কা চোপড়া একাই এসেছিলেন। যদিও এই বার একা নয়, প্রিয়ঙ্কার সঙ্গে থাকবে তাঁর মেয়ে মালতীও। তবে সঙ্গে থাকছেন না নিক। আমেরিকান পপ গায়ক নিক এই মুহূর্তে দুই ভাই জো ও কেভিনের সঙ্গে মিউজিক্যাল ট্যুরে বেরিয়েছেন। পরিণীতির বিয়ের ‘ওয়েলকাম লাঞ্চ’-অনুষ্ঠানের দিন অর্থাৎ ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠান রয়েছে জোনাস ব্রাদার্সয়ের। পরের দিন অর্থাৎ পরিণীতির বিয়ের দিন, ২৪ সেপ্টেম্বর, ছুটি রয়েছে নিকের। যদিও তার ঠিক পরের দিন ২৫ তারিখে পিটসবার্গে নিকের শো রয়েছে। ফলে এক দিনের ব্যবধানে হয়তো ভারত আসাটা সম্ভব হবে না নিকের।
বিয়ের অনুষ্ঠান শুরু হবে বলে ইতোমধ্যেই মুম্বই থেকে দিল্লি এসে পৌঁছেছেন পরিণীতি। দিল্লি বিমানবন্দরে পরিণীতিতে নিতে গিয়েছিলেন তাঁর হবু স্বামী রাঘব চাড্ডা।