নিউজ ডেস্ক: ক্রিশ্চিয়ানো
রোনাল্ডোকে একঝলক সামনে থেকে দেখার জন্য রীতিমতো মুখিয়ে ছিল ইরান। তাই পর্তুগালের
সুপারস্টার তেহরানে পা রাখা মাত্র ইরানি ফুটবলপ্রেমীদের উত্তেজনা তরতরিয়ে বাড়তে
থাকে। আজ, মঙ্গলবার
পার্সিপোলিস এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে আল নাসের। সোমবার, ১৮ সেপ্টেম্বর তেহরানে পা রেখেছেন রোনাল্ডো ও তাঁর সতীর্থরা।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তেহরানে
পৌঁছনোর পর থেকেই চারিদিকে শুধু তাঁর নাম। তাঁকে নিয়ে সেখানকার ফুটবলপ্রেমীদের
উত্তেজনা চরমে পৌঁছনোয় নিরাপত্তার খাতিরে অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে আল
নাসের। ইরানের আকাশে-বাতাসে বইছে শুধু সিআর সেভেনের নাম। আল নাসেরের টিম বাসের
পিছনে রোনাল্ডো ভক্তদের দৌড়ানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য
ইরান সফরে গিয়েছে আল নাসের। পার্সিপোলিসের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল
নাসেরের ফিরতি ম্যাচ হবে ২৭ নভেম্বর। সেটি হবে রিয়াধে। ২০১৫ সালের এশিয়ান
চ্যাম্পিয়ন্স লিগে সৌদি এবং ইরানের দল শেষবার মুখোমুখি হয়েছিল। এ বার রোনাল্ডোকে
নিয়ে ইরানে যে মাতামাতি হচ্ছে, তাতে সেখানকার
ফুটবলপ্রেমীরা নিজেদের দলকে সমর্থন করবেন তো বটে, কিন্তু সিআর সেভেনও যে কম সমর্থন পাবেন না, তা আন্দাজ করাই যায়।