নিউজ ডেস্ক: বামপন্থা কেবলমাত্র ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য ক্ষতিকারক, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে এমনটাই বললেন RSS সঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি বলেন, দুনিয়ার বিনাশ করার জন্য বামপন্থার উদ্ভব হয়েছে। আজ এই সর্বনাশা বামপন্থী বিচারধারা এবং রাজনীতির হাত থেকে বিশ্বকে বাঁচানোর গুরুদায়িত্ব রয়েছে ভারতেরই কাঁধে। তিনি মার্ক্সবাদীদের আক্রমণ করে আরও বলেন, ‘বামপন্থীরা নিজেদের ভগবান মনে করেন। নিজেদের বৈজ্ঞানিক ভাবেন। কিন্তু আদতে বামপন্থাই অবৈজ্ঞানিক তত্ত্ব।’
এই প্রসঙ্গে তিনি অভিযোগ আনেন যে বামপন্থী বিচারধারায় ছোট ছোট স্কুলের শিশুদের তাদের গোপনাঙ্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হত। বিষয়টি পরিষ্কার করতে তিনি তুলে ধরেন তাঁর অভিজ্ঞতা। RSS প্রধান বলেন,’ আমি গুজরাটের একটি স্কুলে গিয়েছিলাম। কিন্ডারগার্টেন স্কুলের একটি নির্দেশিকা আমার চোখে পড়ে। কেজি টু ক্লাসের পড়ুয়ারা নিজেদের গোপনাঙ্গ সম্পর্কে কতটা অবগত তা জানার জন্য শিক্ষক-শিক্ষিকাকে যাচাই করে দেখতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।’ এরপরেই তাঁর সংযোগ,’ তাহলে ভেবে দেখুন, সমাজের কত গভীরে ক্ষত করেছে বামপন্থী ব্যবস্থা।’
সাংস্কৃতিক মার্কসবাদ প্রচারের নামে নিজের সংস্কৃতিকেও ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে মত দেন মোহন ভাগবত। তাঁর মতে বামপন্থী বিচারধারা দেশের মধ্যে বিভেদ ছাড়া অন্য কিছুর জন্ম দিতে পারেনি। এই বিচারধারা এক ধাঁধার মতো। বিদেশ থেকে আমদানি করা এই মতাদর্শই যে ডান পন্থা ও বাম পন্থা নামক ভিন্ন ধারণার জন্ম দিয়েছে তাও স্পষ্ট করেন তিনি। অর্ধ সত্যের মাধ্যমে এজেন্ডা তৈরি করা এই মতাদর্শকে ‘সম্পূর্ণ অবৈজ্ঞানিক’ আখ্যা দেন তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গেও মার্ক্সবাদের সংযোগ রয়েছে বলে জানান সরসঙ্ঘচালক।