নিউজ ডেস্ক: অনুমোদনের ১৩ বছর পর অবশেষে
জোকা-তারাতলা মেট্রো লাইনের ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের নির্মাণকাজ শুরু হল। জানা গিয়েছে, ইতিমধ্যে ময়দান এলাকার পাঁচ হাজার বর্গমিটার জায়গাও ঘিরে
ফেলার প্রক্রিয়া শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে
যে এই মেট্রো রুটের চারটি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন তৈরি করা হবে। এগুলি হল, খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড। এর মধ্যে প্রথম কাজ শুরু হল
ভিক্টোরিয়ার।
জানা গিয়েছে, ভিক্টোরিয়া স্টেশনটি ৩২৫ মিটার দীর্ঘ হবে। মাটির তলায়
দুটি স্তর থাকবে, একটি কনকোর্স এবং
অন্যটি প্ল্যাটফর্ম। বাকি খিদিরপুর বা এসপ্লানেড মেট্রো স্টেশনের কাজ শুরু করার
ক্ষেত্রে এখনও কিছুটা জট রয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, মেট্রো স্টেশন নির্মাণের সময় ভিক্টোরিয়া স্মৃতিসৌধের যাতে
কোনও ক্ষতি না হয় সে দিকটিও নজরে রাখছে কর্তৃপক্ষ। তবে স্টেশন নির্মাণের জন্য
ময়দানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থাকা ফোয়ারাটি ভেঙে ফেলা হবে। পরে
নির্মাণকাজ সম্পূর্ণ হলে তা আবার গড়ে দেবে মেট্রো কর্তৃপক্ষ।