নিউজ ডেস্ক: জল নিয়ে অবশেষে খানিক শিথিল কর্ণাটক ও তামিলনাড়ুর প্রশাসন। কর্ণাটক থেকে আরও পনেরো দিন ৫ কিউসেক জল পাবে তামিলনাড়ু। কাবেরী জলবণ্টন নিয়ে জরুরি বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন কর্ণাটক ও তামিলনাড়ু দুই রাজ্যের প্রতিনিধিরা। বৈঠকের পর জলবণ্টন কমিটির এক আধিকারিক জানান, তামিলনাড়ুর তরফে ১২,৫০০ কিউসেক জলের দাবি জানানো হয়েছিল। কিন্তু কর্ণাটকের পক্ষ থেকে ৩০০০ কিউসেক জল দেওয়ার কথা বলা হয়। অবশেষে দুই রাজ্যের প্রতিনিধিদের মধ্যস্থতায় ৫০০০ কিউসেক জল নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রসঙ্গত, কাবেরীর জলবন্টন নিয়ে দু’রাজ্যের মধ্যে সংঘাত বহুদিনের। কোনও রাজ্য নদীর জলের অধিকার একা নিতে পারে না, ২০১৮ সালের একটি মামলায় এমনই রায় দেয় সুপ্রিম কোর্ট। গত অগাস্ট মাসে এই নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় দুই রাজ্যের প্রশাসন। মামলার শুনানি চলাকালীন, কাবেরী জল ব্যবস্থাপনা কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট। এরপরই কমিটির তরফে ১৫ দিন তামিলনাড়ুকে প্রতিদিন ৫০০০ কিউসেক জল দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, কমিটির এই নির্দেশের পর বিক্ষুব্ধ হয়ে ওঠে কন্নর কৃষক সংগঠনগুলি। তাদের অভিযোগ, তামিলনাড়ুকে বেশি জল দিয়ে তাদের চাষবাসের ক্ষতি হবে। এই নিয়ে কর্ণাটকের মান্ড্য জেলায় বিক্ষোভ দেখান তারা।