নিউজ ডেস্ক: অনন্তনাগে উদ্ধার আরও এক জওয়ানের মৃতদেহ। বেশকিছুদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে সোমবার জঙ্গি দমন অভিযান চলাকালীন তাঁর মৃতদেহ খুঁজে পায় যৌথ নিরাপত্তা বাহিনী।
বুধবার অনন্তনাগের কোকেরনাগে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান নিরাপত্তাবাহিনীর তিন শীর্ষ আধিকারিক। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন আরও এক জওয়ান। অভিযানের ষষ্ঠ দিনে এসে জঙ্গলের মধ্যে থেকে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে বলে খবর সেনা সূত্রে। জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম প্রদীপ।
এই আবহে মঙ্গলবার অনন্তনাগে সাতদিন ধরে চলা জঙ্গি দমন অভিযান শেষ করার চেষ্টা করছে সেনা ও কাশ্মীর পুলিশ। তবে এলাকায় এখনও বেশ কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর রয়েছে। ইতিমধ্যেই ড্রোন ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে যৌথবাহিনী।
এদিকে অগ্নিগর্ভ এই পরিস্থিতির মধ্যে সোমবার রাতে ফের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। সূত্রের খবর, এদিন শ্রীনগরে সিআরপিএফ-এর একটি গাড়িতে হামলা চালায় এক জঙ্গি। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান আধাসেনার সদস্যরা। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে হামলাকারী জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী।