নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে সন্দেহ ভাজন গাড়ি আটক করে কাস্টমস আধিকারিকরা। গাড়িটিকে নিয়ে যাওয়া হয় এনএসসিবিআই এয়ারপোর্ট থানায়। কাস্টমস আধিকারিকদের সামনে গাড়ি খুলে পুলিশের তল্লাশি।
মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরের কার্গো থেকে একটি লাগেজ ভ্যান বেরিয়ে যশোর রোডের দিকে যায়। সূত্রের খবর এয়ারপোর্ট আড়াই নম্বর গেটের সামনে ওই গাড়িটিকে আটকায় কলকাতা বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা। এরপরই গাড়ির ড্রাইভার পালানোর চেষ্টা করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে ধরে ফেলে। গাড়িটিকে নিয়ে আসা হয় এনএসসিবিআই এয়ারপোর্ট থানায়। কাস্টমস আধিকারিকদের সামনে খোলা হয় গাড়ির দরজা। লাগেজ সহ গাড়িটির ভেতরে একাধিক বস্তা দেখতে পাওয়া যায়। বস্তাগুলি নামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ । ডিসি এয়ারপোর্ট ঐশ্বর্য সাগর জানান, “গাড়িটির মধ্যে সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। তবে কেন ওই গাড়ির চালক পালানোর চেষ্টা করছিল তা জিজ্ঞাসা করার পাশাপাশি গাড়িতে থাকা জিনিসের বৈধ কাগজ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে”।