নিউজ
ডেস্ক: কলকাতার হরিদেবপুরে প্রেমিকের বাড়ির সামনে দাঁড়িয়ে গায়ে আগুন ধরিয়ে সেই অবস্থাতেই রীতিমত
দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়েলেন প্রেমিকা। এর
পর তার অবস্থার অবনতি হলে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। এই
ঘটনায় মঙ্গলবার মৃত্যু হয় ওই মাঝবয়সি মহিলার। পুলিশের অনুমান,
এই ঘটনার নেপথ্যে রয়েছে প্রেমে আঘাত পাওয়ার যন্ত্রণা।
সোমবার রাতে হরিদেবপুরের ব্যানার্জিপাড়ায় রাত ৮টা নাগাদ এই ঘটনাটি
ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বয়স ৪৫ বছর। আগুন
পুড়ে গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। সেখানে
পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। পুলিশকে ওই মহিলা বলেন, “সুবীর
বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর একান্ত মুহূর্তের ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার
হুমকি দিয়েছিলেন। তার প্রতিবাদ জানাতেই গায়ে আগুন লাগিয়ে তাঁর বাড়ির মধ্যে ঢুকে পড়েছিলেন তিনি। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে
পেরেছে, এই সুবীরের সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্কও ছিল
তাঁর।
পুলিশ সূত্রে খবর, দুজনের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু কয়েকদিন
ধরে তাদের ঝগড়া চলছিল। ওই মহিলার বাড়ি ভবানীপুরে। তাঁর একটি পুত্র
সন্তানও রয়েছে। আপাতত পুলিশ এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের হয়েছে।
একই সঙ্গে মৃত্যুশয্যায় ওই মহিলা যে বয়ান দিয়েছিলেন তার ভিত্তিতে সুবীর নামের ওই
ব্যক্তিকেও খুঁজছে পুলিশ।