নিউজ ডেস্ক: অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমাকে তুলে ধরার পর ফের আসতে চলেছে পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী ছবি। গণেশ চতুর্থীর শুভদিনেই এই খবর প্রকাশ্যে আনলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেল তাঁর পরবর্তী ছবি ‘মেড ইন ইন্ডিয়া’-এর মোশন পোস্টার। ছবির গল্প তাঁকে ঘিরে যাঁর হাত ধরে ভারতে পা রেখেছিল সিনেমা। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের বায়োপিক আনতে চলেছেন এসএস রাজামৌলি।
মঙ্গলবার ‘মেড ইন ইন্ডিয়া’-র মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই ভাইরাল হয়ে পড়ে। তবে মোশন পোস্টার প্রকাশ হওয়ার পরেই এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে রাজামৌলি বলেন, আমি প্রথমবার যখন সিনেমাটির চিত্রনাট্য শুনেছিলাম, তখনই তা আমাকে আবেগপ্রবণ করে তুলেছিল। কারোর বায়োপিক বানানো এমনিতেই কঠিন কাজ, আর তা যদি হয় ভারতীয় সিনেমার জনকের তাহলে তা আরও বেশি চ্যালেঞ্জিং। আমাদের ছেলেরা এর জন্য প্রস্তুত। অত্যন্ত গর্বের সাথে, ‘মেড ইন ইন্ডিয়া’র উপস্থাপন করছি…’
যদিও রাজামৌলি পরিচালনা করছেন না ‘মেড ইন ইন্ডিয়া’ ছবিটি। এটি পরিচালনা করবেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নীতিন কক্কর। সারা দেশ ডুড়ে মোট ছ’টি ভাষায় মুক্তি পাবে ছবিটি। তামিল, তেলুগু, মারাঠি, হিন্দি, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। জানা গিয়েছে যে ছবিটি প্রযোজনা করবেন ম্যাক্স স্টুডিওসের কর্ণধার বরুণ গুপ্ত এবং শোয়িং বিজনেসের এসএস কার্তিকেয়া। ঘনিষ্ঠ সূত্র থেকে জানান গিয়েছে যে, রাজামৌলি ‘ভারতীয় সিনেমার জন্ম ও উত্থানের’ গল্প বলতে আগ্রহী। ‘বিশাল স্কেল’-এ তৈরি হতে চলেছে ছবিটি। আরআরআরের মতোই এই ছবিটিও একটি ‘ম্যাগনাম অপাস’ হতে চলেছে।