নিউজ ডেস্ক: শান্তিনিকেতনের পরে
এবার কর্নাটকের হোয়াসালা মন্দিরগুলি বিশ্ব হেরিটেজের তকমা পেল। সোমবারই ইউনেস্কো
তরফ থেকে এমন ঘোষণা সামনে এসেছে। প্রসঙ্গত, কর্নাটকের হোয়াসালা রাজবংশের বিশেষ স্থাপত্যের নিদর্শন দেখা যায় এই
মন্দিরগুলিতে। ভারতের দুটি স্থান এভাবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় চলে আসায় ভারতের
জয়জয়কার শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ইউনেস্কোর সমাবেশ শুরু হয়েছে সৌদি আরবে।
সেখান থেকেই ঘোষণা করা হয় শান্তিনিকেতন এবং কর্নাটকের মন্দিরগুলিকে বিশ্বের
ঐতিহ্যবাহী স্থান হিসেবে। কর্নাটকের হোয়াসালা মন্দিরগুলি হল ভগবান শিবের। দ্বাদশ
শতাব্দীতে নির্মাণ করা হয় এই মন্দিরগুলি বলে মনে করেন ঐতিহাসিকরা।
জানা গিয়েছে, হোয়াসালার চেন্না কেশভা এবং নাগেশ্বরার মন্দির দু’টি ১২০০
সালে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরগুলি রাজা বিষ্ণুবর্ধনের পৃষ্ঠপোষকতায় নির্মিত
হয়েছিল বলে মনে করা হয়। কর্নাটকের হোয়াসালা মন্দিরগুলি হেরিটেজ তালিকায় ভারতের
৪২তম জায়গা হিসেবে স্থান পেল। ইউনেস্কোর ঐতিহ্যবাহী তালিকায় পশ্চিমবঙ্গের
শান্তিনিকেতন ছাড়াও রয়েছে সুন্দরবন, দার্জিলিংয়ের টয় ট্রেন এবং দুর্গাপুজো।