নিউজ ডেস্ক: রাষ্ট্রদূত বহিষ্কার নিয়ে উত্তপ্ত ভারত-কানাডা বৈদেশিক সম্পর্ক। এবার সেই ইস্যুতে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে সমর্থন জানাল কংগ্রেস। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। সরকারের কানাডা-নীতিকে সমর্থন জানিয়ে তাঁর বার্তা,’ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বদাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে এসেছে। আমাদের দেশের লড়াই আপসহীন হতে হবে। বিশেষ করে যখন সন্ত্রাসবাদ ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে হুমকির মুখে ফেলছে। আমাদের দেশের স্বার্থকেই সবার আগে রাখা উচিত।’
উল্লেখ্য, সম্প্রতি অপারেশন ‘ব্লু স্টার’-এর ৩৯তম বছর উপলক্ষ্যে কানাডার ব্র্যাম্পটনে বেশ বড় করে শোভাযাত্রা করেছিল কানাডায় বসবাসকারী বিচ্ছিন্নতাবাদীরা। শুধু তাই নয়, সেই শোভাযাত্রায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা নিয়ে ট্যাবলো প্রদর্শনীরও আয়োজন করেছিল বিচ্ছিন্নতাবাদীরা। ভারত সরকার এই শোভাযাত্রার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলে কানাডা সরকারকে। কিন্তু সেই সময় অদ্ভুত যুক্তি দেখিয়ে বিষয়টি এড়িয়ে গিয়েছিল ট্রুডোর দেশ। জানানো হয়েছিল, এই শোভাযাত্রা করা বিচ্ছিন্নতাবাদীদের গণতান্ত্রিক অধিকার, আর এতে কোনওরকম বিদ্বেষমূলক আচরণ লক্ষ্য করা যায়নি।
বস্তুত, এই ঘটনার পর থেকে আরও তলানিতে চলে যায় কানাডা-ভারতের সম্পর্ক। তবে এবার হরদীপ সিং নির্জ্জরের হত্যার পিছনে কানাডায় ভারতের রাষ্ট্রদূতের হাত রয়েছে দাবি তুলে তাঁকে বহিষ্কার করেন ট্রুডো। এরপরই ভারতও কানাডার পথ অনুসরণ করে দেরি করেনি কানাডার এক উচ্চ পদস্থ রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে। তবে এই বিষয়টি নিয়ে যে কেন্দ্র সরকারের পাশেই রয়েছে কংগ্রেস, তা সাফ করে দেওয়া হল দলের পক্ষ থেকে।