নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় চমকের শেষ নেই! হঠাৎ করেই কোনো ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। রীতিমত চমকে দেয় সকলে। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। তবে এবার ভুলভাল কোনো কাজ কিংবা মন্তব্যের জেরে নয়। বরং দুজনকে দেখা গিয়েছে গড়গড় করে বাংলা বলতে। বাংলা বলছে শুনে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই কিন্তু বিষয়টি হল কথোপকথনের দুই ব্যক্তির কেউই বাঙালি নন, এমনকি তাঁরা ভারতীয়ই নন।
একজন দক্ষিণ কোরিয়ার মহিলা এবং অন্যজন এক ভুটানি ব্যক্তি। দুজনে দুই আলাদা দেশের মানুষ হলেও বাংলায় নিজেদের মধ্যে কথা বলছেন তাঁরা। তাঁদের সেই আলাপচারিতার ভিডিয়োই ভাইরাল এই মুহূর্তে। ভিডিয়োর শুরুতেই দেখা যাচ্ছে তাঁরা দুজন উচ্ছ্বসিত এটা জানতে পেরে যে তাঁরা দুজনেই বাংলায় কথা বলতে জানেন। ভিডিয়োয় থাকা কোরিয়ান মহিলা জিঞ্জাসা করেন এত ভালো বাংলা কোথায় শিখলে। উত্তরে সেই ভুটানি ব্যক্তিটি বলেন তাঁর হোটেলে আসা বাঙালিদের থেকে বাংলা শিখেছেন।
ভিডিয়োর শেষে দক্ষিণ কোরিয়ার ওই মহিলা বলেন ‘আমরা কেউই বাঙালি নই কিন্তু তবুও দেখো আমরা কী সুন্দর বাংলায় কথা বলছি।’ সেই ব্যক্তি আবার পাল্টা জিজ্ঞেস করেন যে তাঁর বাংলা উচ্চারণ ভালো কিনা? কোরিয়ান মহিলা জানান যে তাঁর বাংলা খুব সুন্দর। মাত্র তিনদিন আগেই পোস্ট করা ভিডিয়োটির দর্শক সংখ্যা এখন ১১ লক্ষ ছাড়িয়েছে। বহু মানুষ সেখানে কমেন্ট করেছেন।
ডাসোম হার নামে ওই কোরিয়ান মহিলার ইনস্টাগ্রামে বাংলায় অনেক ভ্লগ রয়েছে। তিনি জানিয়েছেন যে ২৮ বছর ভারতে থেকেছেন তিনি। মাত্র তিন বছর বয়সে দক্ষিণ কোরিয়া থেকে ভারতে চলে আসেন তাঁরা। পড়াশোনা করেছেন শান্তিনিকেতন থেকে। ডাসোম ও তাঁর মা দুজনেই বাংলা বলতে পারেন। কলকাতার রামকৃষ্ণ মিশন থেকে বাংলা শিখেছিলেন তাঁর মা। তবে বিদেশিদের ভারতীয় ভাষা রপ্ত করার বিষয়টি এই প্রথম নয়, এর আগেও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সেখানে একজন রাশিয়ান মহিলাকে স্পষ্ট হিন্দিতে কথা বলতে শোনা যায়।