নিউজ
ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর শহরে রেল স্টেশনে যাওয়ার পথের
ধারে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। এই ঘটনাকে ঘিরে
এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকায় চলছে নানা গুঞ্জন।
মঙ্গলবার এলাকা জুড়ে পচা গন্ধ ছড়ালে এলাকার মানুষ
অনুসন্ধানে নামে। দেখা যায় ঝোপের মধ্যে পলিথিনে মোড়া থেকেই পচা গন্ধ বেরোচ্ছে।
পলিথিন খুলে দেখা যায় ভেতরে এক মহিলার পচা গলা দেহ। রামনগর থানায় খবর দিলে পুলিশ
এসে মৃতদের নিয়ে যায়
ময়নাতদন্তে পাঠানোর জন্য।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ খুন করে ফেলে দিয়ে গেছে।
এলাকাবাসীর মন্তব্য রাতের অন্ধকারে মহিলাকে মেরে কেউ ফেলে দিয়ে গেছে। তবে এই
মহিলা স্থানীয় এলাকার বাসিন্দা নয়। পুলিশ মহিলার পরিচয় এবং মৃত্যুর কারণ
উদ্ধারে তদন্ত নেমেছে। স্থানীয়দের অনুমান পর্যটন কেন্দ্রে ওই মহিলাকে গণধর্ষণের
পর খুন করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। মহিলার বয়স আনুমানিক ৩৫ বছরের আশেপাশে। এই ঘটনা ঘিরে রামনগর
শহরজুড়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ তল্লাশি শুরু করেছে ।