নিউজ ডেস্ক: আট দফা দাবিকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতাল
সুপারের কাছে অবস্থান বিক্ষোভের পর স্মারকলিপি প্রদান করল বিজেপি যুব মোর্চা। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে প্রায় শতাধিক
কর্মী সমর্থকরা হাসপাতাল সুপারের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী,
বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।
সংগঠনের পক্ষ থেকে জানা যায় শুধুমাত্র সংগঠনগুলির
দায়িত্ব নয় এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সম্পূর্ণ দায়-দায়িত্ব রয়েছে
কিন্তু কর্তৃপক্ষ এই দায়িত্ব গুলো সঠিকভাবে পালন করতে পারছেন না। আগামী দিনে এই
দাবি পূরণ না হলে বিজেপি পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানা যায়।