নিউজ
ডেস্ক: আদিবাসী কুড়মি সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মা
দুর্গাকে নিয়ে সম্প্রতি কুরুচিকর মন্তব্য করেন। সেই ভিডিও ছড়িয়ে পরেছে সামাজিক
যোগাযোগ মাধ্যমে। কুমন্তব্যের প্রতিবাদে রাজ্যজুড়ে বিভিন্ন
জায়গায় বিক্ষোভ ,পথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায় ৬
নম্বর জাতীয় সড়কে অজিত প্রসাদ মাহাতোকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ
দেখায় বিভিন্ন বারোয়ারি দুর্গাপুজো
কমিটির সদস্যরা। যার ফলে ৬ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে
যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়। তবে দীর্ঘক্ষণ ৬ নম্বর জাতীয় সড়ক
বন্ধ থাকায় সমস্যায় পড়েন বহু মানুষ । পুলিশের আশ্বাস পেয়ে পুজো কমিটির সদস্যরা
পথ অবরোধ তুলে নেয়। পথ অবরোধ তুলে নেওয়ার পর ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন
চলাচল শুরু হয়।
অপরদিকে ঝাড়গ্রাম শহরে বিভিন্ন পুজো কমিটির পক্ষ
থেকে আদিবাসী কুড়মি সমাজের মূলমান্তা
অজিত প্রসাদ মাহাতোকে গ্রেফতারের দাবী জানিয়ে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম থেকে শুরু হয় ধিক্কার মিছিল ওই ধিক্কার মিছিলে
বহু মানুষ শামিল
হয়েছিলেন সেইসঙ্গে সামিল হয়েছিলেন পুজো কমিটির সদস্যরা। ধিক্কার মিছিলের
পাশাপাশি ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন পুজো কমিটির
সদস্যরা। পুজো কমিটির গুলির দাবি অবিলম্বে অজিত প্রসাদ মাহাতোকে গ্রেফতার করে
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা
হবে বলে পুজো কমিটিগুলির পক্ষ থেকে জানানো হয়।