নিউজ ডেস্ক: ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। আর সিরিজের দল ঘোষণার পর ফের ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে নির্বাচকেরা। একদিনের ক্রিকেটে ৫৫ ব্যাটিং গড় থাকা সত্ত্বেও ফের দল থেকে বাদ পড়লেন দলের কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। সদ্য সমাপ্ত এশিয়া কাপে দলে সুযোগ না পেয়ে রিজার্ভে শ্রীলঙ্কায় আসেন সঞ্জু। কিন্তু মাঝ পথে রাহুল দলে আসায় ফের দেশে পাঠিয়ে দেওয়া হয় সঞ্জুকে। এদিকে এশিয়া কাপ চলাকালীন আগামী বিশ্বকাপের দল ঘোষণা করে ভারতীয় দল। সেই স্কোয়াডেও জায়গা দেওয়া হয়নি তাঁকে।
বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে অবশ্য সমালোচনার ঝড় বইছে এখনও। সঞ্জু ছাড়াও ভালো পারফর্ম্যান্স থাকা সত্ত্বেও দলে জায়গা পাননি ভারতের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। সেই সঙ্গে নাম নেই চহাল এবং অশ্বিনেরও। তবে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দলে ঠাঁই পেয়েছেন অশ্বিন। আর বিশ্বকাপ দল চূড়ান্ত করার সুযোগ রয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। তাই অশ্বিনের কাছে এই সিরিজ বিশেষ সুযোগ নিজের ODI পারফরম্যান্সের সেরাটা তুলে ধরার।
তবে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে স্থান না পেলেও ভক্তেরা মনে করেছিলেন অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে সুযোগ পাবেন স্যামসন। কিন্তু তা না হওয়ায় স্যোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছেন নির্বাচক অজিত আগরকার এবং কোচ রাহুল দ্রাবিড়। আরও আশ্চর্যের বিষয়, আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলে দ্বিতীয় সারির ক্রিকেটারদের নিয়ে তৈরি দলেও স্থান দেওয়া হয়নি সঞ্জুকে। এই সব কারণে সঞ্জুর প্রতি নির্বাচকরা অন্যায় করছেন বলে অভিযোগ তুলছেন নেটিজেনরা। ব্রাত্য থাকা নিয়ে মন খারাপ হলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন হাসি মুখে সঞ্জু। ফেসবুকে একটি স্মাইলিং ইমোজি পোস্ট করে সেই কথাই বুঝিয়ে দিয়েছেন তিনি।