নিউজ ডেস্ক: জাতীয় পুরস্কার পেলেও কটাক্ষের শিকার হতে হয়েছে বলি অভিনেত্রী বিদ্যা বালানকে। যদিও কারণ তাঁর অভিনয় নয়, তাঁর চেহারা। বলিউডের অভিনেত্রীদের মতো চিকন শরীর কোনোদিন ছিল না বিদ্যার। বরং বিভিন্ন সময়ে তাঁর অভিনয়ের চেয়ে ওজনই বেশি চর্চায় উঠে এসেছে। ইন্ডাস্ট্রিতে আসা থেকেই এমন বডিশেমিং-য়ের তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে ‘বডিশেমিং’ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা বললেন অভিনেত্রী।
বিদ্যা জানান, ওজন নিয়ে সমালোচনার জেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে আদপে বহিরাগত বিদ্যা। তাঁর পরিবারের কেউই সিনেমা জগতের সঙ্গে যুক্ত নন। ফলে এই ধরনের নেতিবাচক পরিস্থিতিতে পড়ে কিভাবে সামলে উঠবেন তা বুঝতে পারতেন না তিনি। একসময় নিজের চেহারা নিয়ে অখুশি থাকতেন তিনি। এমনকি কেউ তাঁকে চেহারা নিয়ে আঘাত করে কথা বললেও উল্টে কিছু বলতে পারতেন না। আত্মবিশ্বাসের অভাব বোধ হত তাঁর। কারণ, তাঁর মা চেয়েছিলেন তিনি ওজন ঝরিয়ে রোগা হোন। শুধুমাত্র মায়ের কথা রাখতে বেশ কিছুদিন তাঁকে ডায়েট করতে হয়েছে। শরীরচর্চাও করতে হত বিস্তর। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র মায়ের কথা রাখতে এতকিছু করতেন বিদ্যা।
আসলে চেহারা নিয়ে মেয়েকে লোকে ব্যঙ্গ করছে, তা মেনে নিতে পারতেন না বিদ্যার মা। তিনি চেয়েছিলেন, বিদ্যা ওজন কমিয়ে ফেলুক। তা হলেই আর কোনও সমালোচনা শুনতে হবে না। সে কারণেই মেয়ে না চাইলেও তাঁকে ডায়েট এবং শরীরচর্চা করতে বাধ্য করতেন। এই নিয়ে মায়ের উপর রেগেও যেতেন তিনি। বিদ্যা বলেন, আদপে ছোট থেকেই হরমোনের সমস্যায় ভুগেছেন তিনি। ব্যায়াম করে হরমোনের সমস্যা কিছুটা কমলেও পরে আবার বেড়ে যায়। মোটা বলে লোকে ভাবত ভুল খাবার, শরীরচর্চা না করার জন্য মোটা হয়ে যাচ্ছি। আসলে হরমোনের সমস্যার জন্যই কখনো রোগা হতে পারেননি বিদ্যা।