নিউজ ডেস্ক: টানা ৭ দিনের লড়াই। প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর তিন শীর্ষ আধিকারিক। পিছু পা হটতে নারাজ সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অবশেষে মিলল সফলতা। অনন্তনাগে মঙ্গলবারের অভিযান শেষে নিকেশ লস্কর-ই-তইবার(Lashkar-e-Taiba) কমান্ডার উজের খান। সেইসঙ্গে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের আরও এক জঙ্গির দেহ।
জঙ্গি মৃত্যুর ঘটনাটি প্রকাশ্যে আনেন কাশ্মীর পুলিশের এডিজিপি বিজয় কুমার। তিনি বলেন, “লস্করের লেফটেন্যান্ট কমান্ডার উজের খান নিহত হয়েছে। তার কাছে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে”। সেইসঙ্গে তিনি স্পষ্ট জানানা, অনন্তনাগে সেনা অভিযান শেষ হলেও তল্লাশি অভিযান জারি থাকবে।
তবে এখনও একটি বিশাল এলাকায় তল্লাশি করা বাকি রয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। আধিকারিকদের অনুমান, সেই অঞ্চলে প্রচুর পরিমাণ বিস্ফোরক থাকতে পারে। আর তাই সেই অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের যেতে বারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অনন্তনাগের কোকেরনাগের জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিদের অতর্কিত হামলার জেরে প্রাণ হারান সেনা ও পুলিশের তিন শীর্ষ আধিকারিক। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরও এক জওয়ানকে। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।