নিউজ ডেস্ক: হুগলির দেবানন্দপুর। এই গ্রামেই জন্ম
হয়েছিল কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। অবশেষে শরৎচন্দ্রের সেই জন্মস্থানকে পর্যটন
কেন্দ্রের শিরোপা দিল রাজ্য সরকার। দেবানন্দপুর শরৎ স্মৃতি মন্দিরে আয়োজিত একটি অনুষ্ঠানে
মঙ্গলবার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এমনটাই ঘোষণা করেন। রাজ্যের পর্যটন দপ্তরের
মন্ত্রী ইন্দ্রনীল সেনের তরফেও সে ব্যাপারে সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে।
কথাশিল্পীর জন্মভিটে খুব দ্রুত সংস্কার
করা শুরু হবে। প্রাথমিকভাবে রাজ্য
দেবানন্দপুর পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রায় আড়াই কোটি টাকা খরচ করবে। মূলত, রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে দেবানন্দপুরে শরৎ চন্দ্রের
জন্মস্থানে গড়ে তোলা হবে দু’টি তোরণ। সংস্কার করা হবে শরৎচন্দ্রের বাল্যকালের
পেয়ারী পণ্ডিতের পাঠশালা। একইসঙ্গে সংগ্রহশালাটিও সংস্কার করা হবে বলে জানা গিয়েছে।
আরও জানা গিয়েছে, সংস্কার করা হবে স্মৃতি মন্দির চত্বরে থাকা কথাশিল্পী শরৎচন্দ্রের মূর্তি। একই সঙ্গে সংস্কার
করা হবে সেমিনার হল এবং স্মৃতি মন্দির। ঢেলে সাজানো হবে সমগ্র দেবানন্দপুরকে। গড়ে
তোলা হবে অত্যাধুনিক অতিথি নিবাস এবং ক্যান্টিন। বহুদিন ধরেই হুগলিবাসীর দাবি
ছিল, স্বপ্ন ছিল যাতে শরৎচন্দ্রের এই জন্মভিটের সঠিক সংরক্ষণ করা হয়, রাজ্যের এই সিদ্ধান্তে
মুখে হাসি ফুটেছে হুগলিবাসীর।