নিউজ ডেস্ক: ভারতীয় পেস বোলার সিরাজের প্রশংসায় এবার পঞ্চমুখ হলেন প্রাক্তন তথা দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ভারতকে একার দমে এশিয়া কাপ ফাইনাল জিতিয়েছেন মহম্মদ সিরাজ। দলের এই পেস বোলারের আগুনে বোলিংয়ের কাছে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। সিরাজের বোলিংয়ের কারণে ভারতের অন্য কোনও খেলোয়াড় সুযোগই পাননি সেদিন নিজের প্রতিভা দেখানোর। কপিলের মন্তব্য, ফাইনালে শ্রীলঙ্কার তাবড় ব্যাটসম্যানদের কার্যত অসহায় লাগছিল সিরাজের সামনে। অষ্টম এশিয়া কাপ জয়ের অন্যতম দাবিদার সে।
তবে শুধুমাত্র সিরাজের প্রশংসাতেই থেমে থাকেনি কপিল পাজির মুখ। তিনি ভারতীয় পেসারদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন,’ভারতীয় পেস বোলাররা উপমহাদেশের স্পিন সহায়ক পিচেও ১০ উইকেট তুলে নিচ্ছে, এটা দেখে আমি ভীষণ খুশি। আমার কাছে ব্যাপারটা কেকের উপর চেরি দিয়ে সাজানোর মতোই দৃষ্টিনন্দন।’ তিনি আরও বলেন,’একটা সময় আমাদের বোলিং স্কোয়াডের সাফল্যের জন্য স্পিনারদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে থাকতে হত। আজ সেই নির্ভরতা কেটেছে।’
দলের প্রশংসা করলেও বিশ্বকাপ ২০২৩-এর জন্য কিন্তু ভারতকেই সেরা মানতে নারাজ কপিল। তাঁর মতে, আমাদের ছেলেরা এশিয়া কাপে খুব সুন্দর পারফরম্যান্স করেছে। এই ধারাবাহিকতা বজায় রেখেই নামতে হবে বিশ্বকাপে। তবে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করাটাই এখন অধিক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। আর ভালো পারফরম্যান্সের জন্য চোট পাওয়া নিয়েও সতর্ক থাকতে হবে টপ খেলোয়াড়দের, এমনটাই বক্তব্য কপিল দেবের । উল্লেখ্য, আগামী অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ভারতে শুরু হতে চলেছে ২০২৩ ODI বিশ্বকাপ।