নিউজ ডেস্ক: আগামী ২৫ সেপ্টেম্বর
বাংলা আরও দু‘টি বন্দে ভারত
এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে বলে দাবি করা হল রিপোর্টে। গণেশ চতুর্থীর দিনে নাকি এই
সংক্রান্ত সবুজ সংকেত মিলেবে রেল বোর্ডের তরফ থেকে। প্রধানমন্ত্রী মোদী নিজে সেই
ট্রেনের উদ্বোধন করতে চলেছেন।
আগামী সোমবার হাওড়া-পাটনা এবং
হাওড়া-রাঁচি রুটে চালু হবে বন্দে ভারত এক্সপ্রেস। এই নিয়ে সবুজ সংকেত মিলেছে
রেলের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের থেকে। সেদিন পাটনা বা হাওড়া থেকে একটি ট্রেনের উদ্বোধন করতে পারেন মোদী। এদিকে সেখান
থেকেই ভার্চুয়াল মাধ্যমে রাঁচির ট্রেনটিরও উদ্বোধন করতে পারেন তিনি।
সূত্রের খবর, পাটনা-হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসকে ঘণ্টায় সর্বোচ্চ
১৩০ কিলোমিটার বেগে দৌড়ানোর অনুমতি দেওয়া হবে। তবে রিপোর্ট অনুযায়ী, ঘণ্টায় পাটনা-হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের গড়
গতিবেগ হবে ৮২ কিলোমিটার। এদিকে রিপোর্ট অনুযায়ী, পাটনা থেকে হাওড়া পর্যন্ত এই বন্দে ভারতের চেয়ার কারের ভাড়া হতে পারে ১৪৬০
টাকা। এক্সিকিউটিভ ক্লাসের জন্য সেই ভাড়া হতে পারে ২৬৫০
টাকা।