নিউজ ডেস্ক: স্কিল ডেভেলপমেন্টে দুর্নীতি। গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তবে এখনই স্বস্তি মিলছেনা তাঁর। তেলুগু দেশম পার্টি(TDP) নেতার জামিনের আবেদন খারিজ করে দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। পাশাপাশি, আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জামিন আবেদনে স্থগিতাদেশ জারি করেছে আদালত।
মঙ্গলবার মামলার শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন চন্দ্রবাবুর আইনজীবী সিদ্ধার্থ লুথরা। নাইডুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন তিনি। এদিন সেই আবেদন খারিজ করে দেয় আদালত। সুতরাং, জেলেই থাকতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
প্রসঙ্গত, ৩৩০০ কোটি টাকার স্কিল ডেভলপমেন্ট দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে চন্দ্রবাবুর। ২০২১ সালে এফআইআরও দায়ের হয় তাঁর বিরুদ্ধে। গত ৯ সেপ্টেম্বর এই মামলায় তাঁকে গ্রেফতার করে নান্দিয়াল পুলিশ। পূর্ব গোদাবরী থেকে তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করে অন্ধ্র পুলিশ। যদিও টিডিপি-এর দাবি রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতার করা হয়েছে তাদের দলের প্রধানকে।