নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ
শরিফের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রকেটের গতিতে ছড়িয়ে পড়ছে। তাঁকে ওই ভিডিওতে ভারত ও পাকিস্তানের তুলনা করতে
দেখা যাচ্ছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতের বিশাল সাফল্যের গুণগান করছেন। একই সঙ্গে পাকিস্তান
কোন গহ্বরে পৌঁছেছে তা তুলে ধরতে দেখা যাচ্ছে তাঁকে। ‘নির্বাসিত‘ নওয়াজ ‘পাকিস্তানি জনগণ’ এবং শাসকদের
একটি আয়না দেখাতে চেয়েছেন। তিনি দেশের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে পাকিস্তানকে ‘ভিখারি
দেশ’ বলে অভিহিত করেন।
লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাহোরের দলীয় অনুষ্ঠানে
যোগ দিয়ে ভারত ও পাকিস্তানের তুলনা করে নওয়াজ
শরিফ বলেন, “ভারত চাঁদে পৌঁছেছে এবং পাকিস্তান এখনও অন্য দেশ
থেকে ভিক্ষা করছে। আজ পাকিস্তানের দিকে তাকাও। চাঁদে পৌঁছেছে ভারত। সেখানে জি-২০
বৈঠক হচ্ছে। এটা আমাদের করা উচিত ছিল। এটা আমাদের ভাগ্যে
থাকা উচিত ছিল। মিঃ বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন, তখন
ভারতের কাছে ১ বিলিয়ন ডলারও ছিল না। এখন তাদের কাছে মার্কিন ডলার 600 বিলিয়নের বেশি। আমাদের দেশের প্রধানপনমন্ত্রী বাটি হাতে বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা চেয়ে বেড়ায়। আমরা কি
সম্মান রাখি? আমরা চীন থেকে ধার নিই, আরব
দেশ থেকে ধার নিই”।
প্রসঙ্গত ভারতে শেষ কয়েকমাসে যেন বিপ্লব হয়েছে নানান ক্ষেত্রে।
ভারত আজ চাঁদে সফট ল্যান্ডিং করতে সক্ষম। সুর্যের কাছে পৌঁছতে সক্ষম। ভারত সফলভাবে মেগা G20 শীর্ষ সম্মেলন আয়োজন করেছে।
চারিদিকে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্যগান গাওয়া হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা মন্দার মধ্যে রয়েছে। পাকিস্তানে পেট্রোল
লিটার পিছু ৩০০ টাকা পৌছেছে। কাবাব বিরিয়ানী খাওয়া আজ অতীত। ডাল ভাত কিনতেই ঝাঁঝ টের
পাচ্ছে অধিকাংশ পাকিস্তানী জনগন। নিন্দুকেরা বলছেন একটা ব্যাপারে অবশ্য পাকিস্তান ভারতকে
ছুঁতে সক্ষম হয়েছ। আর তা হল মুদ্রাস্ফীতি। পাকিস্তানের মুদ্রাস্ফিতির
গতি আর ভারতের চন্দ্রযানের গতি নাকি কাছাকাছি। এই পরিস্থিতিতে
প্রতিবেশী আইএমএফএর কাছে বেলআউটের জন্য ভিক্ষা
করছে। চিন আর শ্রীলংকা পাশে না দাঁড়ালে এবারেই লঙ্কাকাণ্ড হত ইসলামাবাদের। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ
এবং পাকিস্তান বেলআউট প্যাকেজে টিকে আছে। স্বাভাবিক ভাবেই নওয়াজ কষ্ট পেয়ে মুখ
ফস্কে অনেক কিছুই বলে ফেলেছেন।