নিউজ ডেস্ক: ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমঅবনতির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জরুরি সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর মোদীর সঙ্গে জয়শঙ্কর সাক্ষাৎ করেন সংসদ ভবনেই। যদিও এই সাক্ষাতের কারণ সরকারিভাবে প্রকাশিত না হলেও অনুমান করা হচ্ছে ভারত-কানাডা সম্পর্ক নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে এই জরুরি সাক্ষাতটি করেন বিদেশমন্ত্রী।
উল্লেখ্য, কানাডার ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জ্জর হত্যাকাণ্ডে ভারতীয় RAW এজেন্টের হাত রয়েছে দাবি তোলে ওই দেশ। আর সেই সঙ্গে ভারতের এক রাষ্ট্রদূতকেই ঘটনায় জড়িত থাকার আরোপ লাগিয়ে করে দেওয়া হয় বহিষ্কার। এমনকি বিষয়টি নিয়ে কানাডার সংসদে বক্তব্যও রাখেন ওই দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংসদে তিনি পরিষ্কারভাবে ভারতের উপর দাঁয় চাপিয়েয় দেন এই হত্যার ঘটনায়। ভারতের বিদেশমন্ত্রক বিষয়টি নিয়ে বিবৃতি দিলেও এ পর্যন্ত আধিকারিক সূত্রে কোনওরকম মন্তব্য করেনি ভারত। সূত্রের অনুমান, এবার কানাডা প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা মোদী-জয়শঙ্করের মধ্যে।
আকস্মিক দুই হেভিওয়েটের সাক্ষাতে এখন জাতীয় থেকে আন্তর্জাতিক রাজনৈতিক মহল মনে করছে, এবার ট্রুডোর প্রত্যুত্তর দিতে ভারত সরকারও সংসদে মুখ খুলবে কানাডার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে। এর আগে ভারতীয় আধিকারিককে বহিষ্কার করার জবাবে পালটা কানাডার রাষ্ট্রদূতকে ভারত ছাড়ার নির্দেশ দেয়। এরপরই আরও তলানিতে চলে যায় ভারত-কানাডা সম্পর্ক। সেই পরিপ্রেক্ষিতে মোদী-জয়শঙ্করের এই আকস্মিক সাক্ষাতকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদেরা।