নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল গণেশ চতুর্থী। প্রতিবছরের মতো এইবছরও মুকেশ আম্বানির বাড়িতে মহাধুমধাম করে আয়োজিত হয়েছিল গণেশ পুজো। আর সেই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন গোটা বলিউড। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। মঙ্গলবার সন্ধ্যেবেলা মুম্বাইয়ে আম্বানিদের বাসভবন অ্যান্টিলাতে বসেছিল চাঁদের হাট। উপলক্ষ্য- গ্র্যান্ড গণেশ দর্শন ও পুজোর অনুষ্ঠান। অতিথি তালিকায় ছিলেন বলিউডের একাধিক নামীদামি তারকারা। মুকেশ আম্বানি, নীতা আম্বানি সহ তাঁদের পুত্র-কন্যা ও পুত্রবধূরা মিলে গণপতির আরতি করেন। পাপারাৎজিদের ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দেন নীতা ও তাঁর পুত্রবধূরা।
অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হৃতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসুজা। একফ্রেমে ধরা দেন জাহ্নবী কপুর ও জ্যাকি শ্রফ। বলিউডের ড্রিমগার্ল হেমা মালিনিও যোগ দিয়েছিলেন ওই অনুষ্ঠানে। সলমন খানের সঙ্গে এসেছিলেন তাঁর ভাইঝি আলিজেহ অগ্নিহোত্রী। গণেশ পুজো উপলক্ষ্যে আম্বানিদের বাড়িতে উপস্থিত হয়েছিলেন অনুপ্রেরণামূলক বক্তা গৌর গোপাল দাস। সাদা শ্য়ুট পরে চেনা মেজাজে ধরা দিয়েছিলেন অভিনেতা অনিল কপুর। চির পরিচিত লুকে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী রেখা। কাঞ্জিভরম শাড়িতে সেজে এসেছিলেন তিনি। বড়পর্দা থেকে দূরে থাকলেও এখনো যথেষ্ট পরিচিত মুখ অভিনেত্রী করিশ্মা কপুর। লাল রঙের সালোয়ার কামিজে আম্বানিদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
নিজের ছেলে আদিত্যর সঙ্গে আম্বানিদের গণেশ উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। অভিনেত্রী রেখার সঙ্গে কথাও বলেন তিনি। কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডেও ওইদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও যোগ দিয়েছিলেন উৎসবে। শাহরুখ খান, স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, ছেলে আব্রামকে নিয়ে উৎসবে যোগ দিতে এসেছিলেন। বচ্চন পরিবার থেকে এসেছিলেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন এবং নাতনি আরাধ্যা। একসঙ্গে দেখা গিয়েছে তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনকে। লাল শিফন শাড়িতে দেখা গিয়েছে অভিনেত্রী আলিয়া ভাটকে। যদিও একা এসেছিলেন তিনি রণবীর কাপুর তাঁর সঙ্গে ছিলেন না ওই অনুষ্ঠানে।