নিউজ ডেস্ক: গণেশ চতুর্থীর উৎসবে আম্বানিদের বাড়িতে বসেছিল চাঁদের হাট। উৎসবে যোগ দিতে অ্যান্টিলাতে উপস্থিত হয়েছিল গোটা বলিউড। যদিও গণেশ পুজোয় এসে বোল্ড আউটফিট পরায় সমালোচনার মুখে পড়েছে বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এক অর্থে ফের ট্রোলিংয়ের মুখে পড়লেন তিনি। বলিউডের অন্যতম হট অভিনেত্রী দিশা। তাঁর শরীরী আবেদনে কাত হন তাঁর অনুরাগীরা। বরাবরই হট এবং খোলামেলা পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। কিন্তু গণেশ পুজো উপলক্ষ্যেও এমন খোলামেলা পোশাক ভালো চোখে নেননি নেটিজেনরা।
অন্যান্য অভিনেত্রীদের মতোই শাড়ি পরেই এসেছিলেন দিশা। রাস্ট অরেঞ্জ রঙের শাড়ি পরেছিলেন তিনি। তবে সমস্যা অন্য জায়গায়। শাড়ির সঙ্গে তাঁর ব্যাকলেস ব্লাউজ নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা। ডিপ নেকলাইন ও ব্যাকলেস ব্লাউজে চোখ কেড়ে নিয়েছিলেন দিশা। আর তাতেই সমালোচনায় মুখর নেটিজেনরা। নেটিজেনদের মতে পুজোর মতো অনুষ্ঠানে দিশার এমন খোলামেলা পোশাক নিতান্তই অনুপযুক্ত বলে কটাক্ষ করেছেন। কোথায় রক্ষণশীল পোশাক পরতে হয় আর কোথায় বোল্ড পোশাক পরা যায় দিশার সে ধারণা নেই বলেই মন্তব্য করছেন অনেকে। যদিও এবিষয়ে এখনো অবধি মুখ খোললেননি দিশা।
দিশা ছাড়াও এদিন গণেশ পুজোর অনুষ্ঠানে শাহরুখ খান তাঁর স্ত্রী গৌরী খান এবং ছেলেমেয়ে সুহানা এবং আব্রামকে নিয়ে হাজির হয়েছিলেন। আরিয়ান খান তাঁর আসন্ন ওয়েব সিরিজের কাজে ব্যস্ত, তাই তাঁকে অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায়নি। এছাড়াও উপস্থিত ছিলেন আলিয়া ভাট, সলমন খান, জাহ্নবী কাপুর, অনিল কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শাহিদ কাপুর এবং আরও অনেক সেলিব্রিটি। রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তিত্ব যেমন উদ্ভব ঠাকরে, আদিত্য ঠাকরে, কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে, দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন আম্বানিদের গণেশ পুজোর অনুষ্ঠানে।