নিউজ ডেস্ক:
সঠিক সময়ে স্কুলে না আসা ও মিড-ডে মিলে নিম্নমানের খাবার খাওয়ানোর একাধিক
অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার
কুশমন্ডি থানার নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। মিড-ডে মিলের নিম্নমানের খাবার
দেওয়ার প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘিরে ধরে ও স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন
অভিভাবকরা।
বুধবার স্কুল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে চরম
উত্তেজনার সৃষ্টি হয়। স্কুলের প্রধান শিক্ষক তাপস নন্দীর বিরুদ্ধে একাধিক অভিযোগ
তোলেন অভিভাবকরা। বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক প্রকাশ কুমার সরকারের দাবি, “দীর্ঘদিন ধরে নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে
মিড-ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। এমনকি রান্নাঘরের অবস্থা অস্বাস্থ্যকর। এই অনিয়ম দীর্ঘদিন ধরে হয়ে আসছে।
বছরখানেক আগেও একইভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। সেই সময় প্রধান শিক্ষক
পরবর্তী সময়ে কোন সমস্যা হবে না বলে কথা দিয়েছিলেন। কিন্তু কোন সুরাহা
হয়নি।”
অভিভাবকদের
আরও অভিযোগ প্রধান শিক্ষক তাপস নন্দী
এই স্কুলে প্রায় নেশাগ্রস্ত অবস্থায় আসেন। এর আগেও প্রধান
শিক্ষকের বিরুদ্ধে বহুবার অভিযোগ ওঠে এবং খবরের শিরোনামেও ওঠেন তিনি। সকাল ১০ টা
থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই বিক্ষোভ। ঘটনাস্থলে হাজির হয় কুশমন্ডি থানার পুলিশ ও স্কুল
পরিদর্শকের প্রতিনিধি । স্কুল পরিদর্শকের প্রতিনিধিকেও ঘিরে অভিভাবকরা বিক্ষোভ
দেখায় । অভিভাবকদের দাবি প্রধান শিক্ষক তাপস নন্দীর তারা বদলি চাই। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কুশমন্ডি অবর স্কুল পরিদর্শক রোমন দাস ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান,
“আমরা অভিযোগ পেয়েছি। পরবর্তীতে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন
তিনি”। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক তাপস নন্দী জানান, “আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমাকে কালিমালিপ্ত ও হেয়
প্রতিপন্ন করার জন্য এই স্কুলের সহ শিক্ষকরা
ষড়যন্ত্র করেছে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে”।