নিউজ ডেস্ক: বিয়ের আর বাকি মাত্র চারদিন! এরপরেই মিলবে বলিউড ও রাজনীতির চার হাত। বলি ডিভা পরিনীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চড্ডার বিয়ে হতে চলেছে ২৪ সেপ্টেম্বর। প্রিয় মিমি দিদির মতোই রাজস্থানে বিয়ের অনুষ্ঠান হতে চলেছে যুগলের। ইতোমধ্যেই সেজে উঠেছে রাঘব পরিনীতির বাড়ি। আলোয় সাজানো হয়েছে মুম্বইয়ে পরিনীতির ফ্ল্যাট। প্রস্তুতিতুঙ্গে উদয়পুরের হোটেলেও। তাঁদের বিয়ে ঘিরে উত্তেজিত অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তাঁদের বিয়ের কার্ড। দেশ বিদেশ থেকে নামি-দামি ব্যক্তিরা আমন্ত্রিত তাঁদের বিয়েতে। যদিও পরিনীতির জামাইবাবু নিক আসতে পারছেন না বিয়েতে। অবশ্য দিদি প্রিয়াঙ্কা ও বোনঝি মালতী আসবে বিয়েতে। জানা গিয়েছে যে, ২৩ সেপ্টেম্বর মেয়েকে নিয়ে সোজা উদয়পুরেই পৌঁছাবেন অভিনেত্রী।
বিয়ের অনুষ্ঠানের সূচনা ইতোমধ্যেই হয়ে গিয়েছে। ১৭ তারিখ দিল্লিতে নিজ বাসভবনে কীর্তন ও অরদাস দিয়ে শুরু হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানের জন্য কিছুদিন আগেই মুম্বই থেকে দিল্লিতে আসেন অভিনেত্রী। বিমানবন্দরে হবু স্বামী রাঘব তাঁকে আনতেও গিয়েছিলেন। যুগলে নীল রঙয়ের শার্ট পরেছিলেন আর পরিনীতির মাথায় ছিল আর আদ্যক্ষর যুক্ত টুপি। জানা গিয়েছে যে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠানের আগে দিল্লিতে পরিবারের সকলকে নিয়ে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছেন এই যুগল। তাতে চোপড়া বনাম চাড্ডা ম্যাচ হবে। অংশ নেবেন দুই পরিবারের সকলে।
বিয়ের মূল অনুষ্ঠানের জন্য় উদয়পুর উড়ে যাবেন সকলে। সেখানে একটি বিলাসবহুল হোটেলে বিয়ের অনুষ্ঠান ও অন্য আরেকটি হোটেলে বউভাতের অনুষ্ঠান হবে। দুই পরিবার যেহেতু পাঞাবি তাই বিয়ের অনুষ্ঠান হবে খাঁটি পাঞাবি নিয়ম মেনেই। বিয়ের মেনুতে থাকবে রকমারি পাঞাবি ও অন্যান্য খাবারদাবার। তবে একটি রীতিতে বদল ঘটেছে বলেই শোনা যাচ্ছে। ঘোড়ায় চেপে বিয়ে করতে আসা রীতি অনেক সম্প্রদায়ের মধ্যেই কিন্তু রাঘব ঘোড়ায় না বরং নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে আসবেন।