নিউজ ডেস্ক: দক্ষিণ দমদম ২৭ নম্বর ওয়ার্ডে
ডেঙ্গিতে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। সংযুক্তা পাল নামে
ওই কিশোরী প্রবল জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার
ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি
হয়। সেখানেই চিকিৎসাধীন ছিল সে। বুধবার সকালে তার
মৃত্যু হয়। মতিঝিল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু হওয়ায় এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। এদিন
সকাল ১১:২৫ মিনিট নাগাদ মৃত্যু হয় সংযুক্তার।
মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি উল্লেখিত আছে বলে
বেসরকারি হাসপাতাল সূত্রে খবর।
জানা গেছে দক্ষিণ
দমদমের পাশাপাশি ডেঙ্গি পরিস্থিতির ওপর সরাসরি
নজর রাখছে বিধাননগর ও কলকাতা
পুরসভা। কলকাতা পুরসভার ১৬ টি বোরো ভিত্তিক পর্যালোচনা
করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ডেঙ্গি আক্রান্ত ব্যক্তির
বাড়ির কাছে পৌঁছতে হবে। ভেক্টর কন্ট্রোলকে পৌঁছে ডেঙ্গির লার্ভা থাকতে
পারে এমন আলাকায় যেতে হবে। কেস ভিত্তিক কাজ করতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
আরও
নির্দেশ দেওয়া হয়েছে ৫৬ নম্বর ওয়ার্ডের কামারডাঙা রেলের অঞ্চলকে
পরিষ্কার করা হবে। পরশু অর্থাৎ বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কাঁচের
ফ্যাক্টরিতে ড্রোন চালিয়ে স্প্রে করা হবে। ডেপুটি মেয়রের দেওয়া তথ্য
অনুযায়ী কলকাতায় সেপ্টেম্বরে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ২৭০০ জন
ডেঙ্গিতে আক্রান্ত ছিল। অতীন ঘোষ জানিয়েছেন ‘‘এখন সম্ভবত ৩০০০এর মত ডেঙ্গি আক্রান্ত
হতে পারে। গত বছর এই অংক ২৪০০ ছিল। এখন
অবধি ৩ জনের মৃত্যু হয়েছে কলকাতা পুর এলাকায়।’’