নিউজ ডেস্ক: ১৯৫০ সালে মুম্বইয়ের জুহু এলাকায় যে বাড়ি বানিয়েছিলেন প্রয়াত অভিনেতা দেব
আনন্দ, এ বার বিক্রি হয়ে গেল সেই বাড়ি।
প্রায় ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করে দেওয়া হল এক ‘রিয়েল এস্টেট’ কোম্পানির
কাছে। স্ত্রী কল্পনা কার্তিক, সন্তান সুনীল আনন্দ
এবং দেবীনা আনন্দের সঙ্গে জীবনের একটা বড় অংশ এই বাংলোতেই কাটিয়েছেন অভিনেতা।
প্রায় ৪০ বছর এই বাংলোতে ছিলেন
অভিনেতা। কিন্তু বর্তমানে দেখভাল করার লোকের অভাব। তালাবন্ধ থাকে এই বাড়ি। কারণ
অভিনেতার দুই সন্তানই থাকেন মুম্বইয়ের বাইরে। শেষমেশ এই বাড়ি ভেঙে হবে ২২ তলা
বিলাসবহুল আবাসন। ১০ বছর আগে বিক্রি করা হয়েছিল অভিনেতার স্টুডিয়ো। এ বার জুহুর বাড়ি
ও পানভেলের বেশ সম্পত্তি বিক্রি হয়ে গেল।
এর কিছুদিন আগেই চেম্বুরে অভিনেতা রাজ কাপুরের বাংলো
বিক্রি হয়েছিল। এবার দেব আনন্দের বাংলোটিও ভাঙা পড়ল। ৪০০ কোটি টাকার মূল্যে বিক্রি
হয়ে গেল দেব আনন্দের স্মৃতিবিজড়িত সেই বাড়ি।