নিউজ ডেস্ক: বাইসনের পর এবার লোকালয়ে হাতি। আর
তা দেখে আতঙ্কিত গ্রামবাসীরা। তাও আবার একটা নয়। তিন তিনটি হাতির দল ঢুকে পড়েছে
গ্রামে। দেখতে পেয়ে গ্রামবাসীরা ছুটে পালানর চেষ্টা করে।
বুধবার ঘটনাটি ঘটে মাথাভাঙা ২ ব্লকের লতাপাতা গ্রামপঞ্চায়েতের বৌলপাড়ি গ্রামের
দোলং চা বাগান সংলগ্ন এলাকায়।
জানা গেছে হাতির হানায় রামচন্দ্র বর্মন নামে
এক ব্যক্তির বাড়িতে মন্দির ভেঙেছে হাতির হানায়। মদন বর্মন
নামে অপর এক ব্যক্তির বাড়িতে তান্ডব চালিয়ে টিনের বেড়া ভেঙে
সুটকেসে ও টিভি ভেঙে চুরমার করে দেয় হাতি। খবর দেওয়া বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতর ও পুলিশ। বনদফতরের কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় হাতি তিনটিকে লোকালয় থেকে বনে ফিরিয়ে
নিয়ে যেতে সমর্থ হয়।
Tags: NULL