নিউজ ডেস্ক: বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, যথেচ্ছ বিদ্যুৎ
বিল, লো-ভোল্টেজ এবং লোডশেডিং এর প্রতিবাদে বুধবার দুপুরে
হাওড়া সদর বিজেপির ডাকে হাওড়া সিইএসসি অফিস অভিযানের ডাক দেওয়া হয়। ওই অভিযানের
নেতৃত্ব দেন বিজেপি হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন
বিজেপির রাজ্য নেতা উমেশ রাই সহ অন্যান্যরা।
সালকিয়া কিংস রোড মোড়ে জমায়েতের পর
বিজেপির নেতৃত্ব এদিন মিছিল নিয়ে হাওড়ার সিইএসসি অফিসের সামনে আসে। পুলিশ সেখানে
ব্যারিকেড করে বিজেপি কর্মীদের বাধা দেয়। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি
বেধে যায় বিজেপি কর্মীদের। তারা ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করে। এনিয়ে ব্যাপক
উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ বিজেপি কর্মীদের সেখান থেকে সরিয়ে দেয়।
এদিনের কর্মসূচি সম্পর্কে হাওড়া সদর বিজেপির সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্য বলেন,
দিনের পর দিন অস্বাভাবিক হারে
বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় বিদ্যুৎ বিলও অস্বচ্ছ। এটা
দিনের পর দিন চলতে পারে না। যেখানে বিদ্যুৎ চুরি হয় সেখানে সিইএসসি কতৃপক্ষ যায়
না। সেই বিল চাপিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের উপর। মোনোপলি ব্যবসা হওয়ায় যা খুশি তাই
করে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ক্ষোভ জন্মাচ্ছে। সাধারণ মানুষের
প্রতিনিধি হিসেবে এদিন ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি৷ পরবর্তীকালে লাগাতার
আন্দোলনে নামবে বিজেপি। এই আন্দোলন শুধু হাওড়াতেই নয়, অন্য
জায়গায়ও হবে এই আন্দোলন”।