নিউজ ডেস্ক: এশিয়া কাপ অতীত। পাখির চোখ এবার ODI বিশ্বকাপ। আর বিশ্বকাপের আগে ভারতকে মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া সিরিজই ভারতকে সুযোগ দেবে বিশ্বকাপের আগে দলের যাবতীয় ভুলত্রুটিগুলি শুধরে নেওয়ার। এমনকি খেলোয়াড়দের বাজিয়ে দেখে নেওয়ারও। আর এই আসন্ন সিরিজকে শিক্ষামূলক হিসেবে গ্রহণ করতে ভারতীয় দল সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপের সম্পূর্ণ স্কোয়াডকেই মাঠে নামানোর। আর এই সিদ্ধান্ত থেকেই এবার ঠিক করা হল বিরাট কোহলির উত্তরসূরির।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সঙ্গে ৩ ম্যাচের সিরিজের প্রথম ২ টি ম্যাচে খেলবেন না রোহিত-বিরাট-হার্দিকরা। সেই জায়গায় স্থান পেয়েছেন বিশ্বকাপ দলে থাকা তরুণেরা। আর ভারতীয় দলে কোহলি খেলে থাকেন ৩ নম্বর পজিশনে। যেই স্থানটি খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই দায়িত্বপূর্ণও। সূত্রের খবর প্রথম ২ ম্যাচে বিরাটের ৩ নম্বর স্থানে ব্যাট করতে পাঠানো হবে উঠতি তরুণ তিলক বর্মাকে। BCCI ইতিমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই থাকছেন তিলক।
প্রসঙ্গত, আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া এই দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচদুটিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন কেএল রাহুল। বিশ্বকাপের আগে শেষবারের মতো দলকে গুছিয়ে নেওয়ার সুযোগ এটা মেন ইন ব্লুয়ের কাছে। বলা ভালো, দীর্ঘদিন বাদে একদিনের ক্রিকেটে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে চোটের সমস্যায় জর্জরিত শ্রেয়স আইয়ারকেও রাখা হয়েছে সিরিজে।