নিউজ ডেস্ক: নদিয়ার রানাঘাটে সেনকো
জুয়েলার্স সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সোনার দোকানের শাটার ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গহনা ডাকাতির ঘটনা ঘটল। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতওয়ালি
থানার ভালুকা পুরাতন বাজারের একটি সোনার দোকানে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিনের মত রাতে সোনার দোকান বন্ধ করে বাড়ি চলে আসেন সোনা
ব্যবসায়ী গৌতম কর্মকার। সকালে এসে দোকান খুলতে গিয়ে তিনি দেখেন শাটার ভাঙ্গা। সঙ্গে সঙ্গে দোকানের ভেতরে গিয়ে
দেখেন সমস্ত সোনা এবং রুপার গহনা উধাও। ড্রয়ারে রাখা নগদ
টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এই খবর ছড়িয়ে পড়তেই বাজারের অন্যান্য দোকানদাররাও
ছুটে আসে সোনার দোকানের সামনে। দেখা যায় দুষ্কৃতীরা পাশের একটি সোনার দোকানও
ভাঙ্গার চেষ্টা চালিয়েছিল। সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় খবর দেওয়া
হয়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসেন। রানাঘাটের পর কৃষ্ণনগর ভালুকাতে
নতুন করে সোনার দোকানে ডাকাতি হওয়ায় আতঙ্কিত
হয়ে পড়েন ব্যবসায়ীরা।
সোনার দোকানের মালিক গৌতম কর্মকার বলেন, “প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মূল্যের অলংকার নিয়ে পালিয়েছে ডাকাতরা।
এই ঘটনা এর আগে বাজারে কখনো ঘটেনি। কোতওয়ালি থানার পুলিশ ঘটনা
তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কারা জড়িত তা খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে।