নিউজ ডেস্ক: যাদবপুরে র্যাগিং কাণ্ডের পর মেন হস্টেলে নানাবিধ নীতি-নিয়ম
জারি করা হয়েছে। এবারে আরও একধাপ এগিয়ে হস্টেলে ঢোকার সময়ও বেঁধে দিল যাদবপুর কর্তৃপক্ষ।
রাত ১০টার মধ্যেই ঢুকে পড়তে হবে হস্টেলে। আর সেই হস্টেলের গেট বন্ধ থাকবে পরদিন ভোর
৬টা পর্যন্ত। বহিরাগতদের প্রবেশে রাশ টানতেও কড়া পদক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিরাগতদের নিজেদের ঘরে নিয়ে যেতে পারবেন না আবাসিকরা।
তাঁদের সবসময় নিজেদের কাছে আইকার্ড বা পরিচয়পত্র রাখতে হবে বলে নির্দেশ দেওয়া
হয়েছে।
বুধবার সেই কঠোর নির্দেশিকা জারি
করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস। নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, আবাসিকদের রাত ১০ টার মধ্যে হস্টেলে ফিরে আসতে হবে। পাক্কা
রাত ১০ টায় হস্টেলের মেন গেট বন্ধ হয়ে যাবে। পরের আট ঘণ্টা বন্ধ থাকবে মেন গেট।
তবে কোনও বিশেষ কারণে কোনও আবাসিককে রাত ১০ টার পর বাইরে থাকতে হয়, তাঁকে আগেভাগে কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতে হবে।
হস্টেলের ছাত্রদের সঙ্গে বাইরে থেকে
কেউ দেখা করতে এলে ছাত্রেরা আর তাঁদের ঘরে নিয়ে যেতে পারবেন না। হস্টেলের ‘ভিজিটর্স
রুম’-এ গিয়ে দেখা করতে হবে। সেখানেই সময় কাটাতে পারবেন ছাত্রেরা। কোনও ক্ষেত্রে
‘ভিজিটর্স রুম’ না থাকলে হস্টেলের ‘টিভি-কাম-রিক্রিয়েশন রুম’ ব্যবহার করতে হবে।
যাঁরা বাইরে থেকে দেখা করতে আসছেন, তাঁদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। খাতায় লেখাতে হবে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর। হস্টেলের আবাসিকদেরও এই বিষয়টি
খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ছাত্রদের সঙ্গে অতিথি
হিসাবে থাকার যে রীতি প্রচলিত ছিল, সে সম্বন্ধে হস্টেল কর্তৃপক্ষের নির্দেশ এই নির্দেশিকায় স্পষ্ট করা হয়নি। আগে
অবশ্য মৌখিক ভাবে বলা হয়েছিল, যাঁরা আবাসিক নন, তাঁরা অতিথি হিসাবে থাকতে পারবেন না।