নিউজ ডেস্ক: শাসক-বিরোধী তরজার পর অবশেষে লোকসভায় পাশ হল বহু প্রতিক্ষিত মহিলা সংরক্ষণ বিল। বুধবার সংসদের বিশেষ অধিবেশনের তৃতীয় দিনে ৪৫৪ ভোট পড়ে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এর পক্ষে। বিপক্ষে ভোট দেন মাত্র দু’জন সাংসদ। এবার পালা রাজ্যসভার।
বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিনে মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে। ফের আলোচনা হবে শাসক-বিরোধী পক্ষের মধ্যে। জানা গিয়েছে, বিজেপির তরফে ১৪ জন মহিলা সাংসদ এই বিল নিয়ে আলোচনা করবেন। দলের তরফে প্রথম বক্তা হবেন জেপি নাড্ডা। এরপর একে একে মহিলা সাংসদরা আলোচনা করবেন এই বিল নিয়ে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নামও রয়েছে এই বক্তার তালিকায়।
উল্লেখ্য, মঙ্গলবার এই বিলের আলোচনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের নিম্নকক্ষ। বিরোধীরা দাবি জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে আইনতভাবে লাগু করতে হবে এই বিল। যদিও কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জনসুমারি এবং সীমানা পুনর্বিন্যাসের পরই আইন কার্যকর করা সম্ভব।
প্রসঙ্গত, সংসদের উচ্চকক্ষে এই বিল পাশ হয়ে গেলে বাকি থাকবে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর। তিনি বিলে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। লোকসভায় যেভাবে বিরোধীদের সমর্থন পাওয়া গিয়েছে, রাজ্যসভাতেও তার অন্যথা হবে না মত দাবি পর্যবেক্ষক মহলের। বিলটি পাশ হলে দেশের সব বিধানসভা এবং লোকসভায় ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।