নিউজ ডেস্ক: পুজোর আগে আগেই ধার বাড়াচ্ছে নিম্নচাপ।
এ যেন রাজ্যজুড়ে এক্সট্রা টাইম খেলছে বর্ষা। বৃহস্পতিবার দিনভর
বঙ্গের আকাশে চলবে বর্ষার তাণ্ডব। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন চলবে বৃষ্টির তাণ্ডব।
রাজ্য জুড়ে আকাশের মুখভার গত দু’দিন
থেকেই। সারাদিন মেঘলা আকাশ। পুজোর আগে রাস্তার জলকাদায়, যানজটে হয়রান কলকাতাবাসীরা। বৃহস্পতিবার সকালেও একই চেহারা
কলকাতার। ভারী বর্ষণ না হলেও একটানা বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা নগরী। বৃহস্পতিবার
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বোচ্চ
তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। সারা দিন মেঘলা আকাশ থাকবে। দু’এক
পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৯৮ শতাংশ এবং ৮৬ শতাংশ।
বৃহস্পতিবার প্রায় সারা দিন ধরে
কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের
কাছাকাছি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ছাড়াও বৃহস্পতিবার
হাওড়া,
হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং
পশ্চিম বর্ধমান জেলার বিক্ষিপ্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের জেরে উত্তরে ভারী বৃষ্টির
সতর্কতা। কিছু জেলায় জারি কমলা সতর্কতা। উত্তরবঙ্গের তিনটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির
সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত
এরকমই থাকবে আবহাওয়া। বৃষ্টির দাপট চলতে পারে সোমবার পর্যন্ত।