নিউজ ডেস্ক: কেরালায় নিপা হানার পর থেকেই সতর্কতা
তুঙ্গে সেই রাজ্য জুড়ে। কেরলে এখনও অবধি মোট ৬ জন নিপা ভাইরাসে
আক্রান্তের খোঁজ মিলেছে। এরমধ্যে দুইজনের মৃত্যুও হয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর
সংখ্যা ৪। ইতিমধ্যেই কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে ৪০০-রও বেশি মানুষকে শনাক্ত
করা হয়েছে, এর মধ্য়ে ৭৭ জনের
সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে সংক্রমণ শনাক্তকরণ সবথেকে বেশি
জরুরি ছিল। আর তাই বুধবার কেরলের
স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের কাছ থেকে নিপা
শনাক্তকরণে ট্রু–নট টেস্টের অনুমতি
মিলেছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ট্রু-নট টেস্টের পাশাপাশি রাজ্য সরকারের তরফে আলাদা করে সেরো-প্রিভ্যালেন্স স্টাডি
করা হবে। যারা সংক্রমণের হাই-রিস্ক তালিকায় রয়েছেন, তাদের অ্যান্টিবডি পরীক্ষা করা হবে। হাই-রিস্ক কনট্যাক্ট
তালিকায় যারা ছিলেন, তাদের মধ্যে ৬১
জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনও অবধি রাজ্যে মোট ৩২৩টি নমুনা
পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে মাত্র
৬টি নমুনা রিপোর্ট পজেটিভ এসেছে। কনট্যাক্ট
লিস্টে এখনও অবধি ৯৮০ জনকে রাখা হয়েছে।