নিউজ ডেস্ক: সব জল্পনার ইতি ঘটিয়ে এবার বিয়ে ভাঙার ঘটনায় শিলমোহর বসালেন অভিনেত্রী পরীমণি। বাংলাদেশের অন্যতম বিতর্কিত তারকা দম্পতি শেখ শরিফুল রাজ ও পরিমণি। অভিনয় ছাড়াও মাঝেমধ্য়েই নিজেদের দাম্পত্য কলহের জেরে খবরের শিরোনামে উঠে আসেন এই জুটি। মনে করা হয়েছিল সব কলহ ভুলে ছেলের কথা ভেবে ফের এক হলেন হয়তো তাঁরা। কিন্তু সেই আশাকে মিথ্যে প্রমাণ করে বিবাহবিচ্ছেদের জন্য আইনি পথে হাঁটলেন পরিমণি। ফেসবুকে পোস্ট করে নিজেই স্বীকার করলেন ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তিনি।
গতকাল, অর্থাৎ বুধবার রাতেই নিজের ফেসবুকে পোস্ট করে পুরোনো এক পোস্টের কথা উল্লেখ করে পরী লেখেন, ‘নিশ্চই এই স্ট্যাটাস এর কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলিট করে দিয়েছিলো। তারপর এসব ঘটনার সে পুনরাবৃত্তি করেছে বার বার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে হবে না, এমনকি সুইসাইড এর মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতো বার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি। সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি।সেও সুযোগ পেতো কারন আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন। ***আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা। বিঃদ্রঃ আমার ছেলের যাবতীয় খরচ মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি একা বহন করবো। এতো দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মা’র। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন। ধন্যবাদ।’
‘গুনিন’ ছবিতে প্রথম জুটি বেধেছিলেন রাজ-পরিমণি। সেই ছবির শুটিংয়ের সময়ই সম্পর্কে জড়ান এই তারকা যুগল। বেশকিছুদিন গোপনে প্রেমপর্ব চললেও ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে তাঁদের সম্পর্কের কথা। তারপরেই বিয়ে সারেন তাঁরা। পারিবারিক ভাবেই ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই বিয়ের পিঁড়িতে বসেন এই যুগল। বিয়ের পরেই এক বছরের মধ্যে মা হন পরিমণি। ছেলের নাম রাখেন শাহীম মহম্মদ রাজ্য। কিন্তু এর পরেই ঝামেলা শুরু হয় দম্পতির। রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকজন নায়িকার গোপন ভিডিয়ো ছড়িয়ে পড়লেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন পরিমণি।