নিউজ ডেস্ক: কানাডায় ফের খুন বিচ্ছিন্নতাবাদী! হরদীপ সিং নির্জ্জর হত্যা নিয়ে ভারত-কানাডার মধ্যে চলা রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের মধ্যেই এল এই চাঞ্চল্যকর খবর। সূত্রের খবর, সুখদুল সিং ওরফে সুখা দুনেকে নামে আরও এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা করা হয়েছে কানাডার উইন্নিপেগে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই খুন হয়েছে সুখা দুনেকে বলে প্রাথমিক রিপোর্ট।
কানাডা প্রশাসনের তরফে বিস্তারিত জানানো না হলেও বিবৃতি দিয়ে বলা হয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে খুন হয়েছে ওই বিচ্ছিন্নতাবাদী। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ‘লরেন্স বিষ্ণোই’ নামের এক বিচ্ছিন্নতাবাদী গ্যাং স্বীকার করেছে হত্যার দায়। নির্জ্জরের হত্যা নিয়ে এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে। এবার নতুন এই হত্যাকাণ্ডের খবর সামনে আসার পর অনুমান করাই যায় আরও বিগড়াতে পারে পরিস্থিতি।
উল্লেখ্য, ভারতে বসবাসকারী প্রবাসী কানাডিয়ানদের দেশে ফেরার পরামর্শ দেওয়ার পর এবার ভারতে থাকা ওই দেশের রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছে কানাডা। বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতে উপস্থিত রাষ্ট্রদূতদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় কানাডা। এই কারণে ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে কানাডার প্রতিনিধিদের নিরাপত্তা আরও জোরদার করার জন্য আবেদনও জানানো হয়েছে ট্রুডো সরকারের পক্ষ থেকে বলে খবর। কানাডা এই দাবিও কর, সোশ্যাল মিডিয়ায় নাকি হুমকির মুখে পড়তে হচ্ছে সেই দেশের রাষ্ট্রদূতদের।