নিউজ ডেস্ক: ফের কাজ করা শুরু করবে মিশন চন্দ্রযান-৩? ISRO-র বিজ্ঞানীর মন্তব্যে আশায় বুক বাঁধতে চলেছে দেশ। চাঁদের বুকে ১ দিন অর্থাৎ পৃথিবীর নিয়মে ১৪ দিন কাটানোর পর ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। ১৪ দিন ধরে চাঁদে টানা সূর্যালোক থাকার কারণে গবেষণার কাজ চালিয়ে গিয়েছিল রোভার আর ল্যান্ডার। কিন্তু অন্ধকার নামার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে তারা। আগামীকাল, ২২ সেপ্টেম্বর চাঁদে ফের নামবে দিন। এই কারণে প্রশ্ন উঠছে, সূর্যালোক পেলে কি জেগে ওঠার সম্ভাবনা রয়েছে এই দুই যন্ত্রের?
এই বিষয়ে মুখ খুলেছেন চন্দ্রযান-৩ মিশনের প্রজেক্ট ডিরেক্টর পালানিভেল ভিরামুথুভেল। তিনি বলেন, ‘চাঁদের রাত খুব মারাত্মক ব্যাপার। এই সময় -১৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় চাঁদের তাপমাত্রা। এই তাপমাত্রা সওয়ার পর বিক্রম আর প্রজ্ঞানের সঠিকভাবে সাড়া দেওয়া নিয়ে সন্দেহ থাকেছেই।’ তিনি আশঙ্কা করেন, এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা ঠিক থাকতে নাও পারে’ তবে ISRO যে হাল ছেড়ে দেয়নি সে কথাও জানিয়েছেন ভিরামুথুভেল। তাঁর বক্তব্য, আশা ক্ষীণ থাকলেও একেবারে সেই সম্ভাবনা নেই সে কথাও বলা যাবে না।
অন্যদিকে মিশনের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মিশন চন্দ্রযান সম্পূর্ণ সফল। চাঁদের বুকে ১ দিনের মিশনই লক্ষ্য ছিল আমাদের। এই সময়ের মধ্যে একাধিক চমকপ্রদ গবেষণা আর তথ্যের সন্ধান পেয়েছে চন্দ্রযান-৩। জলের অস্তিত্ব পাওয়া সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন,’ চাঁদের দক্ষিণ মেরুতে জল থাকার সম্ভাবনা প্রবল। সেখান থেকে ইতিমধ্যে অক্সিজেন মিলেছে।’ আগামীদিনে চাঁদের থেকে বিদ্যুৎ উৎপাদন করা কিংবা লঞ্চিং প্যাড তৈরি করে চাঁদ থেকেই জ্বালানি ফাইল করে অন্য গ্রহে মিশন পাঠানোর সম্ভাবনার কথাও উঠে এসেছে তাঁর বক্তব্যে।