নিউজ ডেস্ক: সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদার অন্যতম কাহিনি নয়ন রহস্য-এর শুটিং চলছে জোরকদমে। পরিচালকের আসনে সত্যজিৎ পুত্র সন্দীপ রায়। হত্যাপুরীর পর তাঁর পরবর্তী ছবির জন্য ফের ফেলুদার গল্পকেই বেছে নিয়েছিলেন তিনি। এবার সেই ছবির আউটডোর শুটিংয়ে গিয়েই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক। চেন্নাইতে চলছিল ছবির শুটিং। গত সপ্তাহেই শুটিংয়ের গোটা টিম নিয়ে চেন্নাই রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যেই ঘটে বিপত্তি। শুটিং শুরুর কয়েকদিন পরেই কাশি শুরু হয় তাঁর। ধীরে ধীরে তা বাড়তে থাকে। তারসঙ্গে যোগ হয় জ্বর ও সর্দির মতো উপসর্গ। প্রাথমিক ভাবে মনে করেন ভাইরাল ফিভারে আক্রান্ত হতে পারেন পরিচালক সন্দীপ রায়।
অসুস্থতা বাড়তে থাকলে তড়িঘড়ি তাঁকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। চেন্নাই থেকে ফিরে আসেন তাঁর পুরো টিমও। যদিও জানা গিয়েছে যে, নয়ন রহস্য ছবির বেশির ভাগ শুটিংই শেষ হয়ে গিয়েছে। যদিও আউটডোরেই আরো দু-তিন দিনের শুটিং বাকি ছিল। তা শেষ না করেই ফিরে আসতে হয়েছে সকলকে। ফলে সন্দীপ রায় সুস্থ হয়ে গেলে ফের সকলকে চেন্নাই রওনা দিতে হবে বাকি কাজ শেষ করার জন্য। নয়ন রহস্য গল্পটির প্রেক্ষাপটই ছিল তৎকালীন মাদ্রাজকে কেন্দ্র করে। সত্যজিৎ রায় ওই শহরের উপর ভিত্তি করেই গল্পের মোড় ঘুরিয়ে ছিলেন। তাই ছবির শুটিয়ের জন্য চেন্নাইকে বেছে নিয়েছিলেন পরিচালক সন্দীপ রায়।
বড়পর্দায় বাঙালিদের কাছে বরাবরই গ্রহণযোগ্য গোয়েন্দা গল্প। বাংলা সাহিত্য জগতের কিংবদন্তী লেখক হলেন সত্যজিৎ রায়। তাঁর রচিত গোয়েন্দা চরিত্র ফেলুদা সব বয়সের মানুষের কাছেই পছন্দের। হত্যাপুরীর পর এবার আরো একবার ফেলুদাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা। সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রফেসর শঙ্কু ও ফেলুদাকে নিয়ে বিশেষ ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু মাঝে অতিমারির প্রকোপে সব ভেস্তে যায়। তার পরেই নয়ন রহস্য বানানোর সিদ্ধান্ত নেন সন্দীপ রায়। শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি।